গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দামেস্কের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে তেল আবিব এই বিমান হামলা চালায় বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি ভবন। ক্ষতিগ্রস্ত হয় থেমে থাকা বেশ কয়েকটি গাড়ি। কোনো প্রাণহানি না ঘটলেও আহত হয়েছেন বেশ কয়েকজন।
এর আগে, গত সোমবারও সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার বিভিন্ন এলাকায় ১৭ দফায় বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।