বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

পুতিনের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’, যুদ্ধ বন্ধের সুবর্ণ সুযোগ আছে: ট্রাম্প

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে চলেছে।”

এছাড়া, রাশিয়ার কুরস্কে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের বিষয়ে পুতিনকে ‘জোর অনুরোধ’ করেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষায়, “এই মুহূর্তে রুশ সেনারা কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে রেখেছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন তাদের ছেড়ে দেওয়া হয়, নতুবা ভয়ঙ্কর গণহত্যা ঘটতে পারে।”

তবে ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষক মাইকেল কোফম্যান। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা নিজেরাই কুরস্ক থেকে সরে যাচ্ছে, সেখানে তারা অবরুদ্ধ হয়নি।

ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, “সাত মাস পর আমরা পরিকল্পিতভাবে সরে যাচ্ছি, আমাদের কেউ ঘিরে ফেলেনি।” একই ধরনের মন্তব্য করেছেন রাশিয়ার কিছু সামরিক বিশ্লেষকও, যারা বলছেন, ইউক্রেনীয় সেনাদের গণহারে ঘিরে ফেলার কোনো প্রমাণ নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক

পুতিনের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’, যুদ্ধ বন্ধের সুবর্ণ সুযোগ আছে: ট্রাম্প

আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ মার্চ ২০২৫
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে চলেছে।”

এছাড়া, রাশিয়ার কুরস্কে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের বিষয়ে পুতিনকে ‘জোর অনুরোধ’ করেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষায়, “এই মুহূর্তে রুশ সেনারা কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে রেখেছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন তাদের ছেড়ে দেওয়া হয়, নতুবা ভয়ঙ্কর গণহত্যা ঘটতে পারে।”

তবে ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষক মাইকেল কোফম্যান। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা নিজেরাই কুরস্ক থেকে সরে যাচ্ছে, সেখানে তারা অবরুদ্ধ হয়নি।

ইউক্রেনের এক সামরিক কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, “সাত মাস পর আমরা পরিকল্পিতভাবে সরে যাচ্ছি, আমাদের কেউ ঘিরে ফেলেনি।” একই ধরনের মন্তব্য করেছেন রাশিয়ার কিছু সামরিক বিশ্লেষকও, যারা বলছেন, ইউক্রেনীয় সেনাদের গণহারে ঘিরে ফেলার কোনো প্রমাণ নেই।