ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়েছে। রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হতে চলেছে।”
এছাড়া, রাশিয়ার কুরস্কে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের বিষয়ে পুতিনকে ‘জোর অনুরোধ’ করেছেন বলেও দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষায়, “এই মুহূর্তে রুশ সেনারা কয়েক হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে রেখেছে। আমি প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন তাদের ছেড়ে দেওয়া হয়, নতুবা ভয়ঙ্কর গণহত্যা ঘটতে পারে।”
তবে ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষক মাইকেল কোফম্যান। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা নিজেরাই কুরস্ক থেকে সরে যাচ্ছে, সেখানে তারা অবরুদ্ধ হয়নি।