নাফিস সাদিক (পাবিপ্রবি প্রতিনিধি)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, স্বাধীনতা চত্বর হয়ে প্রধান ফটকের সামনে যায় এবং শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অশালীন ও উসকানিমূলক মন্তব্য করেছেন পাবিপ্রবির নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বিকর্ন দাস দিব্য ও ২০২১-২২ সেশনের শিক্ষার্থী প্রণয় কুন্দু। এ ধরনের মন্তব্য ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে শিক্ষার্থীরা তাদের স্থায়ী বহিষ্কারের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে “উগ্রবাদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান”, “উগ্রবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” — এমন নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু বিকর্ন দাস দিব্য ও প্রণয় কুন্দু ইসলাম ধর্ম নিয়ে যে কটূক্তি করেছে, তা আমাদের হৃদয়ে আঘাত করেছে। আমরা চাই, ভবিষ্যতে কেউ যেন ধর্ম নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য করার সাহস না দেখায়।”
তারা আরও বলেন, “পাবিপ্রবি সব ধর্মের মানুষের জন্য নিরাপদ স্থান। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হলে এই ধরনের উসকানিমূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।”
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।