নতুন বছরে নতুন সিনেমায় নুসরাত ফারিয়া!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৬:১০ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন বছরে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থকেই শুরু হচ্ছে তার নতুন সিনেমার শুটিং।

শামিম আহমেদ রনি পরিচালিত সেই ছবির নাম ‘ধেৎতেরিকি’। কমেডি ধাঁচের এই ছবিতে নতুন রূপে দেখা যাবে ফারিয়াকে।চলতি বছরে ফারিয়া অভিনীত ‘বাদশা’ আর ‘হিরো ৪২০’ ছবি দুটি বক্স অফিসে বেশ সফলতা অর্জন করে। ‘ধেৎতেরিকি’ মুভিটিতে তাকে দেখা যাবে লাঠিখেলায় পারদর্শী এক মেয়ের চরিত্রে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন হালের সুপারস্টার আরেফিন শুভ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দ্ত্ত, রোশান, ফারিন, প্রমুখ। বাংলা চলচ্চিত্রের এই গ্ল্যামার গার্লকে লাঠিয়াল হিসেবে কীভাবে গ্রহণ করবেন দর্শকরা তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে ‘ধেৎতেরিকি’ তেই ডুবে আছেন ফারিয়া।

ট্যাগস :

নতুন বছরে নতুন সিনেমায় নুসরাত ফারিয়া!

আপডেট সময় : ০৪:৪৬:১০ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

নতুন বছরে নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থকেই শুরু হচ্ছে তার নতুন সিনেমার শুটিং।

শামিম আহমেদ রনি পরিচালিত সেই ছবির নাম ‘ধেৎতেরিকি’। কমেডি ধাঁচের এই ছবিতে নতুন রূপে দেখা যাবে ফারিয়াকে।চলতি বছরে ফারিয়া অভিনীত ‘বাদশা’ আর ‘হিরো ৪২০’ ছবি দুটি বক্স অফিসে বেশ সফলতা অর্জন করে। ‘ধেৎতেরিকি’ মুভিটিতে তাকে দেখা যাবে লাঠিখেলায় পারদর্শী এক মেয়ের চরিত্রে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন হালের সুপারস্টার আরেফিন শুভ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রজতাভ দ্ত্ত, রোশান, ফারিন, প্রমুখ। বাংলা চলচ্চিত্রের এই গ্ল্যামার গার্লকে লাঠিয়াল হিসেবে কীভাবে গ্রহণ করবেন দর্শকরা তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে ‘ধেৎতেরিকি’ তেই ডুবে আছেন ফারিয়া।