শিরোনাম :
Logo হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ Logo কচুয়ায় টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর Logo চট্টগ্রামের লোহাগাড়ার দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ Logo দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ !

  • আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনার গণহত্যা মামলার প্রতিবেদন জমা; মিলেছে অপরাধের প্রমাণ

চীনাদের ইংরেজি খারাপ হওয়ার অবাক করা কারণ !

আপডেট সময় : ০৫:০৪:৩০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বিশ্বে ইংরেজি বানান নাকি সবচেয়ে বেশি ভুল করেন চীন দেশের লোকেরাই। সম্প্রতি এমন এক রিসার্চ রিপোর্টের পর এর কারণ অনুসন্ধান শুরু হয়। ২০০৮ সালের বেজিং অলিম্পিকের পর ব্যাপারটা অনেকটা সামনে আসে।

দর্শক, সাংবাদিকরা অনেকেই বলেন চীনাদের ইংরেজি বেশ খারাপ। বিশ্বের প্রায় সর্বত্রই চীনাদের দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেও দেখা যায়, উচ্চশিক্ষিত চীনা ব্যক্তিরাও ইংরেজিতে ঠিক সাবলিল নন। কিন্তু কেন? এর কারণগুলো খুঁজতে বসে অনেকে অনেক কথা বলেন। তার মধ্যে বেশ কয়েকটি কারণ উঠে এসেছে-

১. মান্দারিনকে খুব গুরত্ব দিতে গিয়ে শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে অবহেলা করা হয়েছে দীর্ঘকাল। চীনা সরকার মান্দারিনকে এত গুরুত্ব দেয় যে, ছাত্রছাত্রীদের বোঝানো হয়- মান্দারিনকেই দুনিয়ার সেরা ভাষায় পরিণত করতে হবে। ফলে ইংরেজিকে অবহেলা করা হয় একটা বড় সময় ধরে। যখন ইংরেজিকে গুরত্ব দেওয়া শুরু হলো- তখন চীনে ভাল ইংরেজি শিক্ষকের অভাব দেখা দিল।

২. চীনা ভাষায় আর্টিকেল, প্রোনাউন, জেন্ডার, ভার্ভ ইনফিলেকশন, পারফেক্ট টেন্স-এর কোনও অস্তিত্ব নেই। কিন্তু ইংরেজি শিখতে হলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ।

৩. চীন দেশিরা ইংরেজি শিখতে গিয়ে সবচেয়ে মুশকিলে পড়েন শোনার ক্ষেত্রে। ইংরেজি ব্যাকারণটাও খুব খারাপ চীনাদের।

৪. চীনা সংস্কৃতি, জীবনযাত্রায় ইংরেজি ভাষার ব্যবহার একেবারে কম। এই যেমন আমাদের দেশে দোকান, শপিং মল বা বাসে ইংরেজি শব্দ, বাক্যের খুব ব্যবহার হয়। কিন্তু চীনের সর্বত্র শুধু মান্দারিন আর মান্দারিন। ফলে ইংরেজি শিখতে  বেগ পেতে হয়।

৫. তা ছাড়া ইংরেজির সঙ্গে মান্দারিন ভাষার তফাৎটাও অনেক। সবচেয়ে বড় তফাৎ হলো বানানে। যেমন- “Through” is pronounced “throo.” But “rough” is not pronounced “roo.” The spellings and grammar are tricky to navigate when one is learning for the first time & it tends to be more so if one is older.