বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ড. মুহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি রূপরেখা ঘোষণা করবেন। পাশাপাশি, রাজনৈতিক দলগুলোর জন্য সমতাপূর্ণ সুযোগ তৈরি হবে বলে আমাদের প্রত্যাশা।
তারেক রহমান ইস্যুতে ব্রিটিশ অবস্থান লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে ব্রিটিশ মন্ত্রী বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে আলোচনা হয়নি। তবে বাংলাদেশ সরকার চাইলে যুক্তরাজ্য সহায়তা করতে প্রস্তুত।
রোহিঙ্গা ইস্যুতে ব্রিটেনের সহায়তা ক্যাথরিন ওয়েস্ট জানান, মিয়ানমারের সামরিক জান্তার দমনপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্য আরও ১০ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে।