শনিবার | ৩১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি Logo ‘বাংলাদেশপন্থী’ এক অস্পষ্ট ধারণা: রাষ্ট্র না মানুষ আগে?-ড. মাহরুফ চৌধুরী Logo দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রা কে পৌরসভা করা হবে -জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ Logo “সাংবাদিক মিলনমেলায় তারকাদের ছোঁয়া: গাজীপুরে আসছেন চিত্রনায়ক তায়েব-ও-ববি” Logo চাঁদপুরে এক বছরে অভিযান ঝড়: ৫১৭ প্রতিষ্ঠানকে জরিমানা, আদায় ৪২ লাখ টাকা Logo হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর টহল দলের এক সদস্যের মারধরে ইসমাইল হোসেন সানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া বাজারের কাছে ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ইসমাইল হোসেনসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা হেলমেট ছাড়া চলাচল করছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, সেনা সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করেন। এরপর ইসমাইল হোসেনকে মারধর করা হয়। মারধরের পর ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার পরপরই সেনা সদস্যরা এলাকা ত্যাগ করেন বলেও দাবি করা হয়।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, মৌখিকভাবে তিনি এমন একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও জানান, বর্তমানে তিনি ক্যাম্পের বাইরে অবস্থান করছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

হেলমেট না থাকায় সেনা সদস্যদের মারধরে যুবক নিহতের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজার এলাকায় সেনাবাহিনীর টহল দলের এক সদস্যের মারধরে ইসমাইল হোসেন সানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া বাজারের কাছে ঘটনাটি ঘটে। নিহত ইসমাইল হোসেন কাকবাশিয়া জেলেখালি এলাকার মহিরউদ্দীন সানার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ইসমাইল হোসেনসহ তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা হেলমেট ছাড়া চলাচল করছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, সেনা সদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করেন। এরপর ইসমাইল হোসেনকে মারধর করা হয়। মারধরের পর ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার পরপরই সেনা সদস্যরা এলাকা ত্যাগ করেন বলেও দাবি করা হয়।
এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, মৌখিকভাবে তিনি এমন একটি অভিযোগের কথা শুনেছেন। তবে কী কারণে বা কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
এ বিষয়ে আশাশুনি সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। তিনি আরও জানান, বর্তমানে তিনি ক্যাম্পের বাইরে অবস্থান করছেন।