বৃহস্পতিবার | ২২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান Logo প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীদের উচ্ছ্বাস সুফিবাদী সমাজ ও আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হোন — মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ Logo কচুয়ার কাদলা-দরবেশগঞ্জ সমাজকল্যাণ খেলা ঘরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ Logo সাতক্ষীরার ৪টি আসনে ২০ চূড়ান্ত প্রার্থীর প্রতীক বরাদ্দ Logo খুবিতে ফ্যাক্টচেকিং এন্ড ডিজিটাল ভেরিফিকেশন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo প্রতীক পেলেন চাঁদপুরের পাঁচ আসনের ৩৫ প্রার্থী, জমে উঠছে নির্বাচনী মাঠ

পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশকে সহায়তা করবে সিঙ্গাপুর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধার এবং অভিবাসন খরচ কমাতে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১০ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চান ড. ইউনূস। এ সময়  রাষ্ট্রদূত লো ঢাকাকে সহযোগিতার আশ্বাস দেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে পাচার হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরও একটা অংশ রয়েছে। তিনি ওই অর্থ ফেরাতে সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা চান। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন সিঙ্গাপুরের রাষ্ট্রদূত।

ড. ইউনূস সিঙ্গাপুরের প্রতি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ কমাতে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ বাড়ানোর লক্ষ্যে অভিবাসন খরচ কমাতে চায়। নিয়োগ খরচ কমানোর জন্য আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটি মডেল কাঠামো তৈরি করতে পারি।

রাষ্ট্রদূত লোও নিয়োগ প্রক্রিয়ায় ভাড়া-লাভ কমাতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যদি বিদেশি নিয়োগ ব্যবস্থাকে ডিজিটালাইজ করে, তাহলে এটি মানবপাচার ও শোষণের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

তারা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা এবং স্বাস্থ্যখাত সম্পর্কেও আলোচনা করেন।

অধ্যাপক ইউনুস বলেন, মাত্র তিন মাসের মধ্যে অর্থনীতি ভালোভাবে পুনরুদ্ধার হওয়ায় বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ‘এখন এখানে ব্যবসার উপযুক্ত সময়,’ বলেন তিনি।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র ডিরেক্টর ফ্রান্সিস চং জানান, ২০২১ সালে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রস্তাব করেছিল। এফটিএ সম্পর্কিত একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং উভয় দেশ এখন চুক্তি আলোচনার পরিধি নির্ধারণ করবে।

লো বলেন, পানি পরিশোধন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সিঙ্গাপুর তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ইচ্ছুক। তিনি উভয় দেশের খাদ্য সংস্থার মধ্যে সহযোগিতার প্রস্তাব দেন।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্তির জন্য সিঙ্গাপুরের সমর্থন চান অধ্যাপক ইউনুস। যার প্রতি ডেরেক লো ইতিবাচক সাড়া দেন।

অধ্যাপক ইউনুস বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ তার পশ্চিম ও পূর্ব মিত্রদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে।

‘আমরা পূর্ব ও পশ্চিমের মধ্যে বিভাজন করিনি। আমাদের সবার সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে হবে,’ বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুটফে সিদ্দিকী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়ক লামিয়া মুরশেদ এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য’আফেয়ার্স মাইকেল লি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশকে সহায়তা করবে সিঙ্গাপুর

আপডেট সময় : ০৪:১৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধার এবং অভিবাসন খরচ কমাতে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১০ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে সিঙ্গাপুরের রাষ্ট্রদূত ডেরেক লো প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ সহযোগিতা চান ড. ইউনূস। এ সময়  রাষ্ট্রদূত লো ঢাকাকে সহযোগিতার আশ্বাস দেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে পাচার হয়েছে। এর মধ্যে সিঙ্গাপুরও একটা অংশ রয়েছে। তিনি ওই অর্থ ফেরাতে সিঙ্গাপুরের পূর্ণ সহযোগিতা চান। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন সিঙ্গাপুরের রাষ্ট্রদূত।

ড. ইউনূস সিঙ্গাপুরের প্রতি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের খরচ কমাতে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ বাড়ানোর লক্ষ্যে অভিবাসন খরচ কমাতে চায়। নিয়োগ খরচ কমানোর জন্য আমরা সিঙ্গাপুরের সঙ্গে একটি মডেল কাঠামো তৈরি করতে পারি।

রাষ্ট্রদূত লোও নিয়োগ প্রক্রিয়ায় ভাড়া-লাভ কমাতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ যদি বিদেশি নিয়োগ ব্যবস্থাকে ডিজিটালাইজ করে, তাহলে এটি মানবপাচার ও শোষণের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

তারা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি, শিপিং, শিক্ষা এবং স্বাস্থ্যখাত সম্পর্কেও আলোচনা করেন।

অধ্যাপক ইউনুস বলেন, মাত্র তিন মাসের মধ্যে অর্থনীতি ভালোভাবে পুনরুদ্ধার হওয়ায় বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। ‘এখন এখানে ব্যবসার উপযুক্ত সময়,’ বলেন তিনি।

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র ডিরেক্টর ফ্রান্সিস চং জানান, ২০২১ সালে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রস্তাব করেছিল। এফটিএ সম্পর্কিত একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং উভয় দেশ এখন চুক্তি আলোচনার পরিধি নির্ধারণ করবে।

লো বলেন, পানি পরিশোধন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সিঙ্গাপুর তার অভিজ্ঞতা ভাগ করে নিতে ইচ্ছুক। তিনি উভয় দেশের খাদ্য সংস্থার মধ্যে সহযোগিতার প্রস্তাব দেন।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি সম্পর্কে অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।

বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টোরাল ডায়ালগ পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্তির জন্য সিঙ্গাপুরের সমর্থন চান অধ্যাপক ইউনুস। যার প্রতি ডেরেক লো ইতিবাচক সাড়া দেন।

অধ্যাপক ইউনুস বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ তার পশ্চিম ও পূর্ব মিত্রদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছে।

‘আমরা পূর্ব ও পশ্চিমের মধ্যে বিভাজন করিনি। আমাদের সবার সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলতে হবে,’ বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুটফে সিদ্দিকী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়ক লামিয়া মুরশেদ এবং ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য’আফেয়ার্স মাইকেল লি উপস্থিত ছিলেন।