সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস।
তিনি বলেন, যারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপি সভানেত্রী বেগম রুমানা মাহমুদের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের প্রতি আমি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল- কায়েস বলেন, জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও জেলা বিএনপি সভানেত্রী বেগম রুমানা মাহমুদকে নিয়ে যে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে তা বিএনপি নেতাকর্মীদের মনোবল ভাঙার একটি নোংরা চেষ্টা মাত্র। জনগণ জানে টুকু সাহেব ও রুমানা মাহমুদ সবসময় দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তাই এসব অপপ্রচার কখনো সফল হবে না।
এ বিষয়ে অমর কৃষ্ণ দাস আরও বলেন, জনগণের আস্থা ভাঙতে এবং বিএনপিকে দুর্বল করার উদ্দেশ্যে এ ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। দল ও নেতাদের মর্যাদা ক্ষুণ্ন করতে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।