খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাবের উদ্যোগে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ০১ নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।
এসময় তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাব শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগের পথ উন্মোচন করবে। এই ক্লাব শুধুমাত্র ম্যাথ ডিসিপ্লিনই নয় অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সুসম্পর্ক ও সংযোগ স্থাপনে সহায়তা করবে। যা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, একটি ক্লাব পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়। তাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আরও সফলভাবে এবং বড়ও পরিসরে ক্লাবটি পরিচালিত হতে পারে।
এছাড়াও গণিত ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী বলেন, আজকের এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমি বিজয়ীদের শুভকামনা জানাচ্ছি। আশাকরি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চা সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।
তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মাহমুদ আলম, অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, অধ্যাপক ড. সরদার ফিরোজ আহম্মেদ, অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুনসি শহীদ আনিস।
এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গণিত ডিসিপ্লিনের ২৪ ব্যাচের শিক্ষার্থী আকিব শাহরিয়ার জিদান, দ্বিতীয় স্থান অধিকার করেন গণিত ডিসিপ্লিনের ২৫ ব্যাচের আহনাব ও আহসান হাবিব এবং তৃতীয় স্থান অধিকার করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির।
অনুষ্ঠানের সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা বলেন, ম্যাথ ক্লাব আমাদের একটা স্বপ্নের নাম। শুরুতেই আমাদের প্রয়াশ ছিল এধরনের ক্লাব প্রতিষ্ঠা করার। যেখানে গণিত চর্চা, রিসার্চ ও সুদূরপ্রসারী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ম্যাথ কমিউনিটি গড়ে উঠবে। সবশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।