সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পটি মালঞ্চ টেকনিক্যাল কলেজ, শ্রীফলকাটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।
১৯ ও ২০ সেপ্টেম্বর আয়োজিত এই ক্যাম্প আশপাশের গ্রামগুলোতে যেন এক উৎসবের আমেজ ছড়িয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে শিশুদের পদচারণায় প্রাঙ্গণ মুখরিত।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ক্যাম্পে সেবা দিচ্ছেন ডা. সাকির হোসেন স্বাদ, ডা. ইসরার আহমেদ, সার্জন ডা. রিফাত জাহান, ডা. মশিউর রহমানসহ আরও ১৩ জন চিকিৎসক। তাঁরা রোগীদের সমস্যা মনোযোগ দিয়ে শুনছেন, প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন।
চিকিৎসা নিতে আসা অনেকেই বলছেন, ঢাকায় গিয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানো ও ওষুধ পাওয়া আমাদের জন্য অনেক বড় সহায়তা।এবং
এত মানুষের ভিড়েও ডাক্তাররা ধৈর্য ধরে সেবা দিচ্ছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া।
বিএনপির সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, গ্রামীণ জনপদের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।
তিনি আরো বলেন চিকিৎসা ক্যাম্পে ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে।গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা এ ধরণের মানবিক কার্যক্রমকে জনগণের সেবায় অঙ্গীকার হিসেবে দেখছেন।