চাঁদপুরের কচুয়া উপজেলার ১৪নং বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া শাখা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারি এবং পরিচালনা করেন বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান বলেন,“মায়েরা হচ্ছেন সন্তানের প্রথম শিক্ষক। পরিবার থেকেই চরিত্র গঠন শুরু হয়। তাই শিক্ষার্থীর সাফল্যে মায়ের ভূমিকা অপরিসীম।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়েরা শুধু সংসারের দায়িত্বই সামলান না, বরং সন্তানের ভবিষ্যৎ গঠনের ভিতও রচনা করেন। সন্তানের সঙ্গে আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরা নৈতিকভাবে সুশিক্ষিত হয়ে উঠবে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষাখাতের উন্নয়নে প্রাথমিক শিক্ষার ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। এসময় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৪, ২৫ ও ২৭ নম্বর দফা নিয়ে বিস্তৃত বক্তব্য প্রদান করেন।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিতারা ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক, আনোয়ার মৃধা, বিএনপি নেতা হাজী আবুল খায়ের ও ছাত্রনেতা জাহাঙ্গীর সরকার।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান এবং শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
ছবিঃ কচুয়ায় মা সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান।