কয়রা (খুলনা)প্রতিনিধি :ফরহাদ হোসাইন
কয়রা উপজেলায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” লিফলেট বিতরণ করা হয়েছে। এই কর্মসূচীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও দেশব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর খুলনা জেলার টিম প্রধান, খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম।
লিফলেট বিতরণকালে রফিকুল ইসলাম রফিক সাংবাদিকদের বলেন, “জনগণের কাছে আমাদের নীতি, প্রস্তাবনা ও লক্ষ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচীর মাধ্যমে জনগণ বুঝতে পারবে কিভাবে শক্তিশালী ও সুশাসিত রাষ্ট্র গড়ে তোলা যায়। আমরা চাই সাধারণ মানুষ জানুক, তাদের ভোট ও অংশগ্রহণ কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”
স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ লিফলেট গ্রহণের পাশাপাশি এ উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকেই লিফলেটে প্রকাশিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেছেন এবং রফিকুল ইসলাম রফিকের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা ও কর্মীরা এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন। তারা বলেন, “এ ধরনের জনসচেতনতা কর্মসূচী জনগণকে রাজনীতির সাথে আরও ঘনিষ্ঠ করে তোলে এবং দলের নীতি ও প্রস্তাবনার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি করে।”
কর্মসূচী কেবল লিফলেট বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়িক এলাকা এবং জনসমাগম স্থলে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। এতে স্থানীয় জনগণ রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উৎসাহিত হচ্ছে।
























































