জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় অংশ হিসেবে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) মতলব উত্তর উপজেলার সরদারকান্দি মডেল স্কুল মাঠ প্রাঙ্গন এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন ” জাকের পার্টি সংঘাত- হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না। “আমরা সব পথ মতের মানুষের প্রতিটি রাজনৈতিক দলকে সম্মান দিয়ে রাজনৈতিক করেছি এবং করব।” মুল ক্ষমতা হচ্ছে আদর্শ। আদর্শ যার থাকে তার ক্ষমতার লোভ থাকে না। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে যাচ্ছি, জনগন সাড়া দেয়।
তিনি আরও বলেন, অন্য দলের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং গরিবের রক্ত চুষে খাওয়া। কিন্তু আমাদের উদ্দেশ্যে হচ্ছে দেশের মানুষকে মুক্তি দেওয়া।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনের ভোট আর রাতে নিতে দেওয়া যাবে না। স্বচ্ছ নির্বাচন দিতে হবে। এবার রক্তপাত আর ষড়যন্ত্র নয়; কারণ ষড়যন্ত্র করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।তিনি আরো বলেন আমাদের দেশে অর্থের ঘাটতি নাই,আছে সদিচ্ছা ও সুষ্ঠু সম্পাদনার অভাব। আগামী নির্বাচনে জাকের পার্টি ৩ শ’আসনে নির্বাচনে প্রার্থী দিতে প্রস্তুত। জাকের পার্টি অনেক আগে থেকেই বলে আসছে ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে ই-ভোটিং এর বাস্তবায়ন ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
ফরাজিকান্দি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও চাঁদপুর উত্তর ছাত্র ফ্রন্টের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন খানের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কুমিল্লা বিভাগের সভাপতি রুবেল বেপারী, ছাত্রফ্রন্ট মতলব উত্তর উপজেলার সভাপতি ডালিম সরকার, জাকের পার্টি চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি শুক্কুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী মুক্তার হোসেন, মতলব উত্তর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ দুলাল হোসেন খান এবং মতলব উত্তর উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি মোঃ হান্নান প্রধান।
প্রসঙ্গ, ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রতিটি ইউনিয়ন এবং মহানগর, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গোলাপ ফুলের সমর্থনে ভোটের আহ্বান জানিয়ে জনসভা শুরু হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত বিরাজমান বাস্তবতায় জনজীবনে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, সাম্য, প্রগতি, গনতন্ত্রের অগ্রগতি এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা সুসংহত করনের আহ্বানে এ জনসভা কর্মসূচী অনুষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন:ফরাজীকান্দি ইউনিয়নে জাকের পার্টির জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টি সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ওবায়েদ মোল্লা।