সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর উপজেলার মীরগ্যাং ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
জব্দকৃত ঔষধের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, দেশের স্বার্থে চোরাচালান রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে