সোমবার | ১২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী Logo পরিকল্পিতভাবে ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, অভিযোগ শিবির সমর্থিত বেরোবি শিক্ষার্থী পরিষদ প্যানেলের  Logo ব্রাকসু নির্বাচনের চতুর্থত বার পুনঃতফসিল ঘোষণা  Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম: পরিদর্শনে উপাচার্য ও উপ-উপাচার্য Logo গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি Logo যৌন নিপীড়নের দায়ে খুবি শিক্ষককে দুই বছরের অব্যাহিত  Logo বারিষাব ইউনিয়নের ১০৩/৭৭ আল-তৌফিকী সড়ক পাকা ও আধুনিকীকরণের জরুরি প্রয়োজন Logo মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, অপহরণকারী আটক Logo রাকসুর উদ্যোগে সুপেয় পানির ফিল্টার স্থাপন Logo গণভোট উপলক্ষে পলাশবাড়ীতে গণসচেতনতায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলোচনা ও লিফলেট বিতরণ 

ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসছে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪ সিটের এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চলাচল সহজ করতে এ গাড়ি আনা হচ্ছে। প্রাথমিকভাবে চারটি গাড়ি চালু করা হবে, যেগুলো মূলত মেইন গেট থেকে বিভিন্ন ফ্যাকাল্টি ও হল পর্যন্ত চলাচল করবে।
পরিবহন প্রশাসকের ভাষ্যে, যেকোনো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। গাড়িগুলো কিস্তি ভিত্তিতে কেনা হচ্ছে এবং দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে “আয় থেকে দায় শোধ” মডেল, যা ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।
পরিবহন প্রশাসক ড. রউফ বলেন, “আগেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান রয়েছে। সেখানে ভিসি স্যারসহ বিশিষ্ট অতিথিরা আসবেন। তাই সেদিনই উদ্বোধনের চেষ্টা করছি। সব কিছু অনুকূলে থাকলে উদ্বোধন হবে। তবে চার্জিং পয়েন্ট স্থাপন, চালক নিয়োগ ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়মিত সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে।”
প্রসঙ্গত, আগামীকাল থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করতে প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। দ্বিতীয় দিনে (২১ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি এপেক্স সাঈদ আহসান , সম্পাদক সাংবাদিক অপু চৌধুরী

ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা

আপডেট সময় : ০২:১২:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসছে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪ সিটের এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চলাচল সহজ করতে এ গাড়ি আনা হচ্ছে। প্রাথমিকভাবে চারটি গাড়ি চালু করা হবে, যেগুলো মূলত মেইন গেট থেকে বিভিন্ন ফ্যাকাল্টি ও হল পর্যন্ত চলাচল করবে।
পরিবহন প্রশাসকের ভাষ্যে, যেকোনো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। গাড়িগুলো কিস্তি ভিত্তিতে কেনা হচ্ছে এবং দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে “আয় থেকে দায় শোধ” মডেল, যা ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।
পরিবহন প্রশাসক ড. রউফ বলেন, “আগেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান রয়েছে। সেখানে ভিসি স্যারসহ বিশিষ্ট অতিথিরা আসবেন। তাই সেদিনই উদ্বোধনের চেষ্টা করছি। সব কিছু অনুকূলে থাকলে উদ্বোধন হবে। তবে চার্জিং পয়েন্ট স্থাপন, চালক নিয়োগ ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়মিত সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে।”
প্রসঙ্গত, আগামীকাল থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করতে প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। দ্বিতীয় দিনে (২১ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।