শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসছে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪ সিটের এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চলাচল সহজ করতে এ গাড়ি আনা হচ্ছে। প্রাথমিকভাবে চারটি গাড়ি চালু করা হবে, যেগুলো মূলত মেইন গেট থেকে বিভিন্ন ফ্যাকাল্টি ও হল পর্যন্ত চলাচল করবে।
পরিবহন প্রশাসকের ভাষ্যে, যেকোনো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। গাড়িগুলো কিস্তি ভিত্তিতে কেনা হচ্ছে এবং দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে “আয় থেকে দায় শোধ” মডেল, যা ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।
পরিবহন প্রশাসক ড. রউফ বলেন, “আগেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান রয়েছে। সেখানে ভিসি স্যারসহ বিশিষ্ট অতিথিরা আসবেন। তাই সেদিনই উদ্বোধনের চেষ্টা করছি। সব কিছু অনুকূলে থাকলে উদ্বোধন হবে। তবে চার্জিং পয়েন্ট স্থাপন, চালক নিয়োগ ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়মিত সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে।”
প্রসঙ্গত, আগামীকাল থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করতে প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। দ্বিতীয় দিনে (২১ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

ইবিতে যোগ হচ্ছে ইলেকট্রিক কার সেবা

আপডেট সময় : ০২:১২:৫৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীনবরণে পরিবেশবান্ধব ইলেকট্রিক কার চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আসছে শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪ সিটের এই গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, ক্যাম্পাসজুড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের চলাচল সহজ করতে এ গাড়ি আনা হচ্ছে। প্রাথমিকভাবে চারটি গাড়ি চালু করা হবে, যেগুলো মূলত মেইন গেট থেকে বিভিন্ন ফ্যাকাল্টি ও হল পর্যন্ত চলাচল করবে।
পরিবহন প্রশাসকের ভাষ্যে, যেকোনো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। গাড়িগুলো কিস্তি ভিত্তিতে কেনা হচ্ছে এবং দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় এর সম্পূর্ণ মালিকানা পাবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে “আয় থেকে দায় শোধ” মডেল, যা ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।
পরিবহন প্রশাসক ড. রউফ বলেন, “আগেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শনিবার আমাদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান রয়েছে। সেখানে ভিসি স্যারসহ বিশিষ্ট অতিথিরা আসবেন। তাই সেদিনই উদ্বোধনের চেষ্টা করছি। সব কিছু অনুকূলে থাকলে উদ্বোধন হবে। তবে চার্জিং পয়েন্ট স্থাপন, চালক নিয়োগ ও প্রশিক্ষণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়মিত সেবা চালু হতে আরও কিছুটা সময় লাগবে।”
প্রসঙ্গত, আগামীকাল থেকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স রিসিপশন ২০২৫’। এ আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করতে প্রথম দিনে (২০ সেপ্টেম্বর) প্রধান অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। দ্বিতীয় দিনে (২১ সেপ্টেম্বর) নবীন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেবেন শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।