খুবি প্রতিনিধি,আবিদ হাসান:
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের (২২ ব্যাচ) উদ্যোগে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ‘অন্তঃডিসিপ্লিন হাদি মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড: মো: নবিউল ইসলাম।
এ সময় তিনি বলেন, এ ধরণের টুর্নামেন্টের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা বিকাশের পাশাপাশি ডিসিপ্লিনের সিনিয়র-জুনিয়র সুসম্পর্ক তৈরি অপরিহার্য। তাই খেলা চলাকালীন শিক্ষার্থীদের সহাদ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে, যাতে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যা হাদ্বির প্রতি অসম্মান জনক বলে বিবেচিত হয়।
এছাড়াও গত বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় এবং আজ সকাল ৯ টায় উদ্বোধনী ম্যাচে ডিসিপ্লিনের ২১ ব্যাচ ও ২৫ ব্যাচ মুখোমুখি হয়।
তাছাড়াও আয়োজকরা জানান, প্রয়াত হাদির স্মৃতিকে সম্মান জানাতেই ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রতিবছরই এ অন্তঃডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে, যা শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এসময় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।