চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দোকানঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মিলেছে ব্রিটিশ আমলের প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম ওজনের ভারতীয় রুপি।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গায় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে কার্পাসডাঙ্গা গ্রামের দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম কার্পাসডাঙ্গা বাজারের সাইকেল হাটসংলগ্ন জায়গায় নিজস্ব জমিতে দোকানঘর নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে মেশিনের সাথে একটি পিতলের কলস উঠে আসে। কলস খুলে দেখা যায় সেটি রুপার কয়েনে ভরা। খবর পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কলসসহ কয়েনগুলো উদ্ধার করে। এরপর স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে কয়েনগুলোর ওজন করা হলে প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম পাওয়া যায়।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছে, এগুলো ১৮৬৫ সাল থেকে ১৯০২-১৯১০ সালের মধ্যকার ব্রিটিশ আমলের ভারতীয় রুপি।
সহিদুল ইসলামের ছেলে মহিদি হাসান মানিক বলেন, ‘আমরা আমাদের জমিতে দোকানঘর নির্মাণের জন্য মাটি কাটছিলাম। হঠাৎ করে ড্রেজারের সাথে একটি কলস উঠে আসে। ভেতরে কয়েন দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘মাটি খুঁড়তে গিয়ে রুপার কয়েন পাওয়া গেছে খবর পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠাই। স্থানীয়দের সামনে কলস খুলে কয়েনগুলোর ওজন করা হয় এবং থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।’