শিরোনাম :
Logo সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ Logo রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ Logo খুবিতে গনিত ক্লাবের যাত্রা: দায়িত্ব পেয়েছে পরমা-পলাশ Logo খুবিতে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান Logo  অপপ্রচারের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের তীব্র নিন্দা Logo কচুয়ায় দাড়িপাল্লার গণজোয়ার: জামায়াতে ইসলামী প্রার্থীর গণসংযোগে মানুষের ঢল Logo জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুমানা মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জেলা বিএনপির নেতার Logo জমকালো আয়োজনে ইবিতে নবীন বরণ  Logo ফরাজীকান্দি ইউনিয়নে গোলাপ ফুলের সমর্থনে জাকের পার্টির জনসভা Logo গাইবান্ধায় মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা

জমকালো আয়োজনে ইবিতে নবীন বরণ 

রঙিন আলোকসজ্জা, উচ্ছ্বসিত মুখ আর নতুন সম্ভাবনার স্বপ্নে ভরা এক সকালে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুইদিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান। দুইদিন ব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) প্রথম দিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীনদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক, নোটপ্যাড ও বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’ তুলে দেওয়া হয়। এ সময় ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ৫টি অনুষদের ২২ বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ নবীন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন,
“ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ যে নবীনবরণ অনুষ্ঠিত হলো, তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে শুরুতে পরিবেশিত সূচনা সঙ্গীতটি ২০১২ সালে দুই শিক্ষার্থী রচনা করেছিলেন, যারা রাজনৈতিক কারণে ঢাকা থেকে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু আজকের ‘জেনারেশন জি’ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি এটিকে সম্মানের চোখে দেখি। ইউজিসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো এমন শিক্ষা ও গবেষণার কেন্দ্র, যেখানে অর্জিত জ্ঞানকে বিস্তৃত করা যায়। জুলাইয়ের চেতনায় গড়া নতুন বাংলাদেশের অংশীদার হিসেবে সময়কে কাজে লাগাতে হবে। তোমাদের শ্রেণিকক্ষ হবে প্রধান জায়গা, শিক্ষক হবেন সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, আর লাইব্রেরি হবে সময় কাটানোর শ্রেষ্ঠ স্থান। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসে না। পরিবার, সমাজ ও রাষ্ট্র আজ তোমাদের দিকে তাকিয়ে আছে। একদিন এই রাষ্ট্রের দায়িত্ব তোমাদের হাতেই আসবে।”
উপাচার্য আশ্বাস দিয়ে আরো বলেন,
“আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাবো। তোমরা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, সে জন্য সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব।”
এছাড়া এদিন শিক্ষার্থীদের চলাচলের জন্য পরিবেশবান্ধব ই-কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
প্রসঙ্গত, দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগামীকাল দ্বিতীয় দিনে বাকি তিনটি অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

জমকালো আয়োজনে ইবিতে নবীন বরণ 

আপডেট সময় : ১০:১৫:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
রঙিন আলোকসজ্জা, উচ্ছ্বসিত মুখ আর নতুন সম্ভাবনার স্বপ্নে ভরা এক সকালে শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুইদিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান। দুইদিন ব্যাপী এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) প্রথম দিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীনদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক, নোটপ্যাড ও বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট’ তুলে দেওয়া হয়। এ সময় ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ৫টি অনুষদের ২২ বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ নবীন শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন,
“ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ যে নবীনবরণ অনুষ্ঠিত হলো, তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে শুরুতে পরিবেশিত সূচনা সঙ্গীতটি ২০১২ সালে দুই শিক্ষার্থী রচনা করেছিলেন, যারা রাজনৈতিক কারণে ঢাকা থেকে হারিয়ে গিয়েছিলেন। কিন্তু আজকের ‘জেনারেশন জি’ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। আমি এটিকে সম্মানের চোখে দেখি। ইউজিসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয় হলো এমন শিক্ষা ও গবেষণার কেন্দ্র, যেখানে অর্জিত জ্ঞানকে বিস্তৃত করা যায়। জুলাইয়ের চেতনায় গড়া নতুন বাংলাদেশের অংশীদার হিসেবে সময়কে কাজে লাগাতে হবে। তোমাদের শ্রেণিকক্ষ হবে প্রধান জায়গা, শিক্ষক হবেন সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, আর লাইব্রেরি হবে সময় কাটানোর শ্রেষ্ঠ স্থান। কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসে না। পরিবার, সমাজ ও রাষ্ট্র আজ তোমাদের দিকে তাকিয়ে আছে। একদিন এই রাষ্ট্রের দায়িত্ব তোমাদের হাতেই আসবে।”
উপাচার্য আশ্বাস দিয়ে আরো বলেন,
“আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাবো। তোমরা যাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো, সে জন্য সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করব।”
এছাড়া এদিন শিক্ষার্থীদের চলাচলের জন্য পরিবেশবান্ধব ই-কার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
প্রসঙ্গত, দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগামীকাল দ্বিতীয় দিনে বাকি তিনটি অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দার্শনিক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।