বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৭৪০ বার পড়া হয়েছে

সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এরপর দুপুর একটার দিকে সড়কের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে দেওয়া হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যাওয়ার গাড়িগুলোকে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ এক শিক্ষার্থী বলেন, আমাদের সাত কলেজের বিভিন্ন সংকট ছিল। যেমন ক্লাসরুম সংকট, পড়াশোনার মান ইত্যাদি। সেসব সংকট দূর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এতে সংকট না কমে বরং আরো বেড়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম, বর্তমান সরকার আমাদের সংকট দূর করবে। তাই আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করেছি। কিন্তু সরকার এই বিষয়ে কোনো কমিশন গঠন না করে একটি কমিটি করেছে। যার কারণে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ঢাবির অন্তর্ভুক্ত হতে চাই না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যেতে চাই না। আমরা চাই একটি স্বায়ত্বশাসিত পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে আসেন শিক্ষার্থীরা। এরপর তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এরপর দুপুর একটার দিকে সড়কের গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে দেওয়া হয়। এ ছাড়া জরুরি প্রয়োজনে বা হাসপাতালে যাওয়ার গাড়িগুলোকে রাস্তা ছেড়ে দেন শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ এক শিক্ষার্থী বলেন, আমাদের সাত কলেজের বিভিন্ন সংকট ছিল। যেমন ক্লাসরুম সংকট, পড়াশোনার মান ইত্যাদি। সেসব সংকট দূর করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু এতে সংকট না কমে বরং আরো বেড়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম, বর্তমান সরকার আমাদের সংকট দূর করবে। তাই আমরা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করেছি। কিন্তু সরকার এই বিষয়ে কোনো কমিশন গঠন না করে একটি কমিটি করেছে। যার কারণে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ঢাবির অন্তর্ভুক্ত হতে চাই না, আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও যেতে চাই না। আমরা চাই একটি স্বায়ত্বশাসিত পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাত কলেজের সমস্যার চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা। এরপর একই দাবি জানিয়ে ২৫ সেপ্টেম্বর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ২৯ সেপ্টেম্বর ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। একই স্মারকলিপি কলেজগুলোর অধ্যক্ষদেরও দেওয়া হয়৷

বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান শিক্ষার্থীরা।