শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় ৮ টন ইলিশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৪:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৯৬ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে অপেক্ষা করছে ৮ টন ইলিশ বোঝাই দুটি ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের আদেশ বেনাপোল মৎস অধিদপ্তরে না আসায় ইলিশ বোঝাই ট্রাক দু’টি ভারতে রপ্তানি করা যাচ্ছে না। ৮ টন ইলিশ ভর্তি দুটি ট্রাক এ রিপোর্ট লেখার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

সরকার প্রতিশ্রুত চলতি বছরে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির প্রথম চালান আজ বুধবার রাত ৮টার দিকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

এ বছর দেশের ৪৯টি প্রতিষ্ঠান ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার, যা বাংলাদেশি  টাকায়  ১১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার সাজ্জাদ এন্টার প্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের বনগাঁ এলাকার আর জে ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠানকে চুক্তি শর্ত মোতাবেক ১০ মার্কিন ডলার মূল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য ১১৫০ টাকা। বাংলাদেশ লজিস্টিক নামক সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রপ্তানি কার্যক্রম তদারকি করছে।

জানা যায়, কোলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। বিশেষ বিবেচনায় সরকার ভারতে ৩ হাজার টন রপ্তানির অনুমতি দেয়।

বন্দর সংশিষ্টরা জানান, ২০১২ সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। পরে আবার শুরু হয় । গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার ৯০০ মেট্রিন টন। এ বছর অনুমতি মিলেছে ৩ হাজার টন ইলিশের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

বেনাপোল বন্দরে ভারতে প্রবেশের অপেক্ষায় ৮ টন ইলিশ

আপডেট সময় : ০৮:৪৪:২৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে অপেক্ষা করছে ৮ টন ইলিশ বোঝাই দুটি ট্রাক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের আদেশ বেনাপোল মৎস অধিদপ্তরে না আসায় ইলিশ বোঝাই ট্রাক দু’টি ভারতে রপ্তানি করা যাচ্ছে না। ৮ টন ইলিশ ভর্তি দুটি ট্রাক এ রিপোর্ট লেখার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে ভারতে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

সরকার প্রতিশ্রুত চলতি বছরে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির প্রথম চালান আজ বুধবার রাত ৮টার দিকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

এ বছর দেশের ৪৯টি প্রতিষ্ঠান ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে। আগামী ১৩ অক্টোবরের আগেই ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানা গেছে। প্রতি কেজি ১০ ইউএস ডলার, যা বাংলাদেশি  টাকায়  ১১৮০ টাকা মূল্যে রপ্তানি হচ্ছে।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার সাজ্জাদ এন্টার প্রাইজ নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের বনগাঁ এলাকার আর জে ইন্টারন্যাশনাল নামক আমদানিকারক প্রতিষ্ঠানকে চুক্তি শর্ত মোতাবেক ১০ মার্কিন ডলার মূল্যে ইলিশ সরবরাহ করছে। বাংলাদেশি টাকায় যার মূল্য ১১৫০ টাকা। বাংলাদেশ লজিস্টিক নামক সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রপ্তানি কার্যক্রম তদারকি করছে।

জানা যায়, কোলকাতার ভারতীয় মাছ আমদানিকারকদের সংগঠন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (এফআইএ) থেকে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের কাছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমোদনের বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়। বিশেষ বিবেচনায় সরকার ভারতে ৩ হাজার টন রপ্তানির অনুমতি দেয়।

বন্দর সংশিষ্টরা জানান, ২০১২ সালে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। পরে আবার শুরু হয় । গত বছর রপ্তানির অনুমতি ছিল ৩ হাজার ৯০০ মেট্রিন টন। এ বছর অনুমতি মিলেছে ৩ হাজার টন ইলিশের।