প্রথম অ-পেশাদার মহাকাশচারী হিসেবে মহাকাশে পা রাখলেন বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান। এখন পর্যন্ত শুধুমাত্র সরকারি অনুদানপ্রাপ্ত মহাকাশচারীরা মহাকাশে হেঁটেছিলেন। সেই ধারা থেকে বেরিয়ে এসে প্রথম নিজস্ব অর্থায়নে মহাকাশে হাটলেন এই মহাকাশচারী।
আইজ্যাকম্যান তার আসনে ফিরে গেলে, মিশন বিশেষজ্ঞ সারাহ গিলিস মহাকাশে হাটবেন।
মহাকাশে পা রেখে এই মহাকাশচারী বলেন, “বাড়িতে ফিরে আমাদের সকলের অনেক কাজ আছে, কিন্তু এখান থেকে পৃথিবী নিশ্চিতভাবে একটি নিখুঁত বিশ্বের মতো দেখায়। ”
আইজ্যাকম্যান কোম্পানি স্পেসএক্সে এই মিশনের জন্য অর্থ প্রদান করেছিলেন। আশা করা হচ্ছে, স্পেসএক্সের মালিক এলন মাস্ক ভবিষ্যতে এই ব্যবসা থেকে আরও অনেক বেশি অর্থ উপার্জন করবেন।
উল্লেখ্য, পোলারিস ডন নামে পরিচিত এই মিশনে মোট চারজন মহাকাশচারী রয়েছেন। চারজন মহাকাশচারীর মধ্যে রয়েছেন বিলিয়নেয়ার টেক সিইও জ্যারেড আইজ্যাকম্যান, তার ঘনিষ্ঠ বন্ধু স্কট ‘কিড’ পোটিট। কিড একজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর পাইলট। এছাড়া তাদের সঙ্গে আরও রয়েছেন দুই স্পেসএক্স প্রকৌশলী আনা মেনন এবং সারাহ গিলিস। সূত্র: বিবিসি


























































