মঙ্গলবার | ১৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন Logo চূড়ান্ত তালিকা প্রকাশ : দেশের মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন Logo প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন সিইসি Logo টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল Logo ভারতে বিপক্ষে বাংলাদেশের জয়;দর্শকদের উচ্ছাস Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণিল আয়োজন! Logo চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে শতাধিক অসহায় মানুষ পেল বিনামূল্যে চক্ষু সেবা। Logo আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদরপুর উপজেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত Logo চুয়াডাঙ্গা- ভালাইপুর-আলমডাঙ্গা সড়কে মোটর সাইকেল সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু Logo সরকারি অনুদান পেলেন নোবিপ্রবির ১৮ শিক্ষক

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন সিইসি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:২১:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন তিনি।

অ্যাপটি উদ্বোধন করার পরপরই জাপান, মিশর, কেনিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

পোস্টাল ভোট বিডি উদ্বোধন করার পর সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এই প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচনে ক্ষেত্রে একটি মাইলফলক। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে এটি ইতিহাস সৃষ্টি করল। এই ইতিহাসের সাক্ষী আপনারা।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসে বসবাস করছে। প্রবাসী ভোটের মাধ্যমে গণতন্ত্রেও ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। এক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ডাকযোগে ভোট দিতে সক্ষম করতে কমিশন একটি হাইব্রিড সমাধান তৈরি করেছে। তিনি বলেন, প্রতিটি খাম ব্যক্তিগতকরণ করা এবং আলাদাভাবে শনাক্তযোগ্য হওয়ায় প্রতিটি ডাক ভোট ট্র্যাক করা সম্ভব হবে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তিনি আশা প্রকাশ করেন যে অনেকেই নিবন্ধন করবেন এবং ভোট দেবেন।

ইসির কর্মকর্তারা জানান, বিশ্বের ১৪৩টি দেশে ৪০ দিনব্যাপী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলবে।

অনুষ্ঠানে অন্য দুই নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন দেশের বাংলাদেশি কূটনীতিক ও প্রবাসীরা অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন সিইসি

আপডেট সময় : ১১:২১:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টেড) ভোটার নিবন্ধন মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করেন তিনি।

অ্যাপটি উদ্বোধন করার পরপরই জাপান, মিশর, কেনিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটার নিবন্ধন শুরু করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

পোস্টাল ভোট বিডি উদ্বোধন করার পর সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এই প্রক্রিয়া বাংলাদেশের নির্বাচনে ক্ষেত্রে একটি মাইলফলক। বাংলাদেশ নির্বাচনের ক্ষেত্রে এটি ইতিহাস সৃষ্টি করল। এই ইতিহাসের সাক্ষী আপনারা।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি প্রবাসে বসবাস করছে। প্রবাসী ভোটের মাধ্যমে গণতন্ত্রেও ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। এক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ডাকযোগে ভোট দিতে সক্ষম করতে কমিশন একটি হাইব্রিড সমাধান তৈরি করেছে। তিনি বলেন, প্রতিটি খাম ব্যক্তিগতকরণ করা এবং আলাদাভাবে শনাক্তযোগ্য হওয়ায় প্রতিটি ডাক ভোট ট্র্যাক করা সম্ভব হবে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, সৌদি আরবে প্রায় ৩৫ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তিনি আশা প্রকাশ করেন যে অনেকেই নিবন্ধন করবেন এবং ভোট দেবেন।

ইসির কর্মকর্তারা জানান, বিশ্বের ১৪৩টি দেশে ৪০ দিনব্যাপী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলবে।

অনুষ্ঠানে অন্য দুই নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ রাজনীতিবিদ উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি বিভিন্ন দেশের বাংলাদেশি কূটনীতিক ও প্রবাসীরা অংশ নেন।