‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি-আমিষেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় পালিত হচ্ছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ।
আজ বুধবার (২৬নভেম্বর) বোদা উপজেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ বিভাগ।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, পঞ্চগড়-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সফিউল্লাহ সুফি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, দেশে আমিষের চাহিদা পুরন সহ অর্থনৈতিক মুক্তি অর্জনে দেশী জাতের প্রাণীসম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
এর আগে প্রাণীসপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে প্রদর্শনীস্থল থেকে এক বর্নাঢ্য র্্যালী বের করা হয়। র্্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এরপরে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। প্রদর্শনীতে দেশী ও বিদেশী বিভিন্ন পশু পাখির মোট ৩০টি স্টল অংশগ্রহন করে। পরে ৫টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



















































