মাগুরা প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগানে মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্ভোধন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মামুন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন মাগুরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন উপপরিচালক ডাঃ পুষ্পেন কুমার শিকদার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক (অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ নুরুল্লাহ মোহাম্মদ।অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মো: হুসাইন রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানা, শ্রীপুর উপজেলা ভেটেনারি সার্জন ডাঃ সুশান্ত কুমার, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টু, উপজেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু দাউদসহ খামারীদের পক্ষে বক্তব্য রাখেন কাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি, বে-সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দরা।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৬ টি ক্যাটাগরিতে ৩০ টি স্টলে উদ্যোক্তা ও খামারিগণ বিভিন্ন ধরনের প্রাণী, খাদ্য ও ঔষধ প্রদর্শন করেন। পরে ৬টি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী স্টলকে পর্যায়ক্রমে ২৫০০, ২০০০ ও ১৫০০ টাকা করে পুরুস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলকে শান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়।



















































