হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিভিএসএ) শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৮ নভেম্বর। দীর্ঘদিন পর হওয়া এ নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পরদিন ১৯ নভেম্বর শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
১৪টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন প্রার্থীরা। তারা হলেন—সহ-সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম, যুগ্ম সম্পাদক–১ মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক–২ পিয়াস ভট্টাচার্য, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নুজহাত তাবাছহুম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (পররাষ্ট্র) মীর মুতাইয়্যাব হিলাল এবং সাংস্কৃতিক সম্পাদক মো. কাউসার।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সাংগঠনিক সম্পাদক মোঃ সানজিদ হাসান, প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী প্রচার সম্পাদক মোঃ নয়নুর রহমান খান, দপ্তর সম্পাদক মোঃ নাঈম হোসেন, সহকারী দপ্তর সম্পাদক মো. মাহমুদ রাজন, আন্তর্জাতিক বিষয়ক (দেশীয়) সম্পাদক তাজ ইমতিয়াজ প্রিথিল ও ক্রীড়া সম্পাদক মো. আবু সাঈদ।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. নাজমুল হাসান পারভেজ বলেন, ‘দীর্ঘদিন পর এই নির্বাচন আয়োজন করতে পেরে আমরা সন্তুষ্ট। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়াই ছিল বড় সফলতা।’ নির্বাচন কমিশনার ডা. আহসান হাবীব জানান, ‘বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।’
ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল ইসলাম বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক ও সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করেছি। সবার সহযোগিতায় আমরা তা সফলভাবে করতে পেরেছি।’
নবনির্বাচিত প্রার্থীরা বলেছেন, ‘আজ থেকে আমাদের ওপর বড় দায়িত্ব অর্পিত হলো। আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।’





















































