জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগীয় ছাত্র কল্যান সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মুশফিকুর রিজনকে সভাপতি ও সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মোঃ ফয়েজ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে৷
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংগঠনের সদ্য বিদায়ী সহ-সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি ঘোষণা করা হয়৷
কমিটিতে সহ-সভাপতি পদে আছেন ৫০ তম ব্যাচের মাহমুদুল হাসান আসিফ, খায়ের মাহমুদ, পিটি ইলিয়াস, মিসবাউল হক, আবিদ হাওলাদার, সৈকত, আশিকুর রহমান, ফারজানা ইসলাম মনি, তাওহিদুল ইসলাম তামিম, মোঃ মাসুম এবং দ্বীপক হালদার।
এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ পদে মোঃ আল মাউম সাজিদ, দপ্তর সম্পাদক ইমন মিয়া, প্রচার সম্পাদক সাথি আক্তার, সাহিত্য সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, সংস্কৃতি সম্পাদক হুমায়রা নূর সারা, ক্রিড়া সম্পাদক শাফিন আহমেদ, শিক্ষা সম্পাদক ইয়াশ হালদার পিযুষ, বিজ্ঞান সম্পাদক সেতু দাস, ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন লিমা, পরিবেশ সম্পাদক মনির হোসাইন মিরন নির্বাচিত হয়েছেন।
কমিটির নতুন সভাপতি মুশফিকুর রিজন বলেন, “বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বরিশাল বিভাগের সকল শিক্ষার্থীদের মধ্যে একটি সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। আমরা চেষ্টা করবো সবাইকে একসাথে নিয়ে কাজ করার এবং এর মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নেওয়ার।”





















































