খুলনার কয়রায় বাজারে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কয়রা বাজার কমিটির সভাপতি জুলফিকার আলমসহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা।
মোবাইল কোর্টের সময় কোনো দোকান বা হোটেলকে জরিমানা করা হয়নি। তবে ইউএনও বাজারের দোকান মালিকদের প্রতি নির্দেশনা দেন, যাতে তারা দোকানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও গোছানো রাখেন, রাস্তার ওপর কোনো মালামাল বা পণ্যসামগ্রী না রাখেন এবং ক্রেতাদের চলাচলে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।
পাশাপাশি হোটেল মালিকদেরও সতর্ক করা হয়, যাতে তারা খাবারের স্থানগুলো অগোছালো বা অপরিষ্কার অবস্থায় না রাখেন।
প্রশাসনের এ উদ্যোগে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এবং পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ বাজার গঠনে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।



















































