রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাফসান জনি এবং সাধারণ সম্পাদক ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাহাত ইসলাম।
গত রবিবার সন্ধ্যায় বিদায়ী সভাপতি মো. আশিকুর রহমান তৌকি এবং বিদায়ী সাধারণ সম্পাদক রায়হানা মালিক সেঁজুতি আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। এক বছরের মেয়াদে গঠিত এ কমিটিতে মোট সদস্য সংখ্যা ৩৫।
নতুন কমিটির অন্যান্যরা হলেন,
সহ-সভাপতি: ফয়সাল আহমেদ অনিক
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সৈকত শিকদার, দেব চন্দ্র শীল
অর্থ সম্পাদক: মাহবুবা আলম সিথী, রায়হান মিয়া,সাংগঠনিক সম্পাদক: খালিদ বিন জাহির, ইসরাক আতিক সৌম্য, মো. মাহিন ভূঁইয়া, তানভীর হোসেন
কালচারাল সেক্রেটারি: ঐন্দ্রীলা রায়, কাইফ আহমেদ
আইটি সম্পাদক: সাফিন আহসান, সেজান আহমেদ
প্রচার সম্পাদক: সাদিদ হোসেন, মো. মোবারক হোসেন, সাজিদ আহমেদ
দফতর সম্পাদক: ওহেদিনা ওহি, ভিনসেন্ট জেফারসন গমেজ
হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্পাদক: ভুবন ঘোস, সুমাইয়া আক্তার ইতি
ক্রীড়া সম্পাদক: আফফান সিদ্দিক, মো. সাব্বির
আহ্বায়ক: উম্মে সাবরিনা প্রমি, শেখ জুবায়ের হোসেন
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাণিবিদ্যা বিভাগের সম্মানিত অধ্যাপক মো. হাবিবুর রহমান।
এছাড়া উপদেষ্টা মণ্ডলীতে আছে ওমর হাসনাইন, আহমেদ আশরাফুল আলম শিহাব, মো. আশিকুর রহমান তৌকি, রায়হানা মালিক সেঁজুতি, খন্দকার অলীন মোস্তফা, মুজাহিদুর রহমান, মালিহা মাহতাব মিথিলা এবং সিফাত মীর।
২০১৯ সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও একতা দৃঢ় করতে ঢাকা জেলা সমিতি কার্যক্রম চালিয়ে আসছে।




















































