কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সনাতনী শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনে গগণ হরকরায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়। ধর্মীয় বই ও পবিত্র গীতার বাণী সম্বলিত ‘স্বরূপ পত্র’ দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও মেডিক্যাল সেন্টারের সিনিয়র টেকনিক্যাল অফিসার ড. অশোক চন্দ্র বিশ্বাস, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লিটন বরণ সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস. এম. সুইট এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়সহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী।
নবীনদের উদ্দেশে বক্তব্যে এস. এম. সুইট বলেন, “বন্ধুবান্ধব নির্বাচনে সতর্ক থাকতে হবে, যেন কারও প্রভাবে নিজের ক্ষতি না হয়। পরিবারের প্রত্যাশা ও দায়িত্ব সবসময় মনে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী পড়ছে। যদিও স্থায়ী মন্দির এখনো বাস্তবায়িত হয়নি, জুলাই-পরবর্তী প্রশাসন পূজা উদযাপনে ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রশাসনের কাছে আহ্বান জানাই যেন দ্রুত একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হয়।”
আগত অতিথিরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তারা বলেন, এটি আত্মপ্রস্তুতির উপযুক্ত সময়। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মন্দিরে নিয়মিত আগমনের আহ্বানও জানান বক্তারা।
নবীন বরণ উপলক্ষে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। আনন্দঘন এ আয়োজনে নবীন শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের প্রতি। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী নবীন বরণের সমাপ্তি ঘটে।




















































