মাগুরা প্রতিনিধি :
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুর থানার, এসআই (নিঃ)/মোঃ সফিকুল আলম খাঁন, এর নেতৃত্বে একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন বড়তলা এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে বড়তলা এলাকা হতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৫৮০পিচ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত আসামী ১। মোছাঃ লতিফা বেগম (৩৭), স্বামী- মোঃ গোলাম মওলা, ২। মোছাঃ লাকী বেগম (৪০), পিতা- নায়েব আলী লষ্কার, স্বামী- আফিল উদ্দিন বিশ্বাস, উভয় সাং- বড়তলা, থানা- শ্রীপুর, জেলা- মাগুরা’দ্বয়কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।


















































