সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় এগারো কোটি সাত লক্ষ ত্রিশ হাজার আটশত টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ০১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি, ক্যাম্প ও চেকপোস্টের টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবি সদস্যরা ভারতীয় আগরবাতি, কিটনাশক, খৈল, থ্রি-পিস, ব্লাউজ, সেলাই মেশিন, মোটরসাইকেল, দুধ, ইঁদুর মারা বিষ, ট্রাক, মোবাইল, বিড়ি, প্রেসার কুকার, শাল-চাদর, প্রসাধনী সামগ্রী, শাড়ি, ঔষধ ও বোরকাসহ নানা ধরনের মালামাল আটক করে।
জানা গেছে, চোরাকারবারীরা এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এর ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রীয় রাজস্ব আয় ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির টহলদল উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে সাতক্ষীরা কাস্টমসে জমা দিয়েছে।








































