অ্যাকশান ক্যামেরার দুনিয়ায় বিপ্লব আনছে গোপ্রো 5 !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অ্যাকশন ক্যামেরার দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে ‘গোপ্রো’। এই অ্যাকশন ক্যামেরার পরবর্তী ভার্সন নিয়ে নিয়ে ভক্তদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে বাজারে এসেছে গোপ্রো5-এর বিভিন্ন ছবি ও স্পেসিফিকেশন।

এই গোপ্রোতে অ্যাড হচ্ছে নতুন টাচস্ক্রিন ইন্টারফেস, যা পূর্ববর্তী সংস্করণ থেকে পুরোপুরি ভিন্ন। তা ছাড়া আয়তনে বেড়েছে নতুন ভার্সন। ৬২ মিমি x ৪৪.৬ মিমি x ৩২.৭ মিমি আয়তনের এই ভার্সন হিরো4-এর তুলনায় আকারে কিছুটা বড়।

নতুন এই গোপ্রো হিরো5 থাকছে একধরণের কেসিং এমনিতে স্বাভাবিকভাবে পানির ১০ ফুট নিচে পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ছবি বা ভিডিও করতে পারবে। কিন্তু তার চেয়ে বেশি গভীরে ঠিকঠাক কাজ করার জন্য দরকার হবে কেসিং। তাই এই কেসিংকে ডাকা হচ্ছে ‘সুপারস্যুট’ নামে।

ক্যামেরাটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে বেশ কিছু তথ্য। গোপ্রোর এই ভার্সনে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট। সর্বোচ্চ 4K রেজ্যুলিউশনে ৩০এফপিএসে ভিডিও করা যাবে।

অন্যদিকে সর্বোচ্চ ১২০এফপিএসে ভিডিও করা যাবে ১০৮০পিক্সেল রেজ্যুলিউশনে। তা ছাড়া ইউজারের জন্য রেজ্যুলিউশন ও ফ্রেম রেট ঠিক করে নেওয়ার বেশ কিছু অপশন থাকছে। ১২ মেগাপিক্সেলের এই ক্যামেরা ডিএনজি ফরম্যাটে ছবি করা যাবে। কালার কন্ট্রোল, এক্সপোজার কন্ট্রোল, জিপিএস-এর মতো ফিচারগুলো থাকছে আগের মতই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অ্যাকশান ক্যামেরার দুনিয়ায় বিপ্লব আনছে গোপ্রো 5 !

আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

অ্যাকশন ক্যামেরার দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে ‘গোপ্রো’। এই অ্যাকশন ক্যামেরার পরবর্তী ভার্সন নিয়ে নিয়ে ভক্তদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যে বাজারে এসেছে গোপ্রো5-এর বিভিন্ন ছবি ও স্পেসিফিকেশন।

এই গোপ্রোতে অ্যাড হচ্ছে নতুন টাচস্ক্রিন ইন্টারফেস, যা পূর্ববর্তী সংস্করণ থেকে পুরোপুরি ভিন্ন। তা ছাড়া আয়তনে বেড়েছে নতুন ভার্সন। ৬২ মিমি x ৪৪.৬ মিমি x ৩২.৭ মিমি আয়তনের এই ভার্সন হিরো4-এর তুলনায় আকারে কিছুটা বড়।

নতুন এই গোপ্রো হিরো5 থাকছে একধরণের কেসিং এমনিতে স্বাভাবিকভাবে পানির ১০ ফুট নিচে পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ছবি বা ভিডিও করতে পারবে। কিন্তু তার চেয়ে বেশি গভীরে ঠিকঠাক কাজ করার জন্য দরকার হবে কেসিং। তাই এই কেসিংকে ডাকা হচ্ছে ‘সুপারস্যুট’ নামে।

ক্যামেরাটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে বেশ কিছু তথ্য। গোপ্রোর এই ভার্সনে থাকছে ইউএসবি টাইপ-সি পোর্ট। সর্বোচ্চ 4K রেজ্যুলিউশনে ৩০এফপিএসে ভিডিও করা যাবে।

অন্যদিকে সর্বোচ্চ ১২০এফপিএসে ভিডিও করা যাবে ১০৮০পিক্সেল রেজ্যুলিউশনে। তা ছাড়া ইউজারের জন্য রেজ্যুলিউশন ও ফ্রেম রেট ঠিক করে নেওয়ার বেশ কিছু অপশন থাকছে। ১২ মেগাপিক্সেলের এই ক্যামেরা ডিএনজি ফরম্যাটে ছবি করা যাবে। কালার কন্ট্রোল, এক্সপোজার কন্ট্রোল, জিপিএস-এর মতো ফিচারগুলো থাকছে আগের মতই।