শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র‌্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি এন্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রশিক্ষণে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও রিসার্চ ইনস্টিটিউশনের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। রিসার্চের ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস তৈরী হয়। এছাড়াও সরকারি ফান্ডের রিসার্চগুলোতে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদান রাখার সুযোগ রয়েছে। বর্তমানে গবেষণায় নোবিপ্রবি ভালো করছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের রিসার্চ যেনো সরকারের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। রিসার্চকে ল্যাব পর্যায় থেকে মার্কেট পর্যায়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাথডোলজি। আপনাদের রিসার্চগুলো উচ্চমান সম্পন্ন জার্নালে প্রকাশ করুন।

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিবকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, র‌্যাঙ্কিং নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। রিসার্চকে আমরা কিভাবে আরও ইম্প্যাক্টফুল করতে পারি এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ধরণের সহযোগিতা পেতে পারি তা নিয়ে কাজ করতে হবে। দেশ এবং বিশ্বের কল্যাণে আমাদের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে হবে। রিসার্চ এবং র‌্যাঙ্কিং উভয় ক্ষেত্রেই সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে ছিলেন নোবিপ্রবি সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী ও ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। প্রশিক্ষণে কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ

আপডেট সময় : ১০:৫০:০৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘ইম্প্যাক্টফুল রিসার্চ, গ্লোবাল র‌্যাঙ্কিং ফর ইউনিভার্সিটি এন্ড গভর্নমেন্ট পলিসি সাপোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ। প্রশিক্ষণে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও রিসার্চ ইনস্টিটিউশনের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। রিসার্চের ক্ষেত্রে কমার্শিয়ালাইজেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। এতে  বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস তৈরী হয়। এছাড়াও সরকারি ফান্ডের রিসার্চগুলোতে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবদান রাখার সুযোগ রয়েছে। বর্তমানে গবেষণায় নোবিপ্রবি ভালো করছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি আরো বলেন, আপনাদের রিসার্চ যেনো সরকারের নীতি নির্ধারণে প্রভাব ফেলে। রিসার্চকে ল্যাব পর্যায় থেকে মার্কেট পর্যায়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, রিসার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাথডোলজি। আপনাদের রিসার্চগুলো উচ্চমান সম্পন্ন জার্নালে প্রকাশ করুন।

অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিবকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, র‌্যাঙ্কিং নিয়ে বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি। রিসার্চকে আমরা কিভাবে আরও ইম্প্যাক্টফুল করতে পারি এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি ধরণের সহযোগিতা পেতে পারি তা নিয়ে কাজ করতে হবে। দেশ এবং বিশ্বের কল্যাণে আমাদের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে হবে। রিসার্চ এবং র‌্যাঙ্কিং উভয় ক্ষেত্রেই সমস্যা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রিসোর্স পারসন হিসেবে ছিলেন নোবিপ্রবি সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী ও ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহদ হুসাইন। প্রশিক্ষণে কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।