জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে “কণিকা একটি রক্তদাতা সংগঠন”এর উদ্যোগে সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ওমরগণি এমইএস কলেজে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে “কণিকার” সভাপতি আফিফ ইকবালের সভাপতিত্বে প্রচার সম্পাদক অংকিতা চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইএস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরোয়ার আলম।সেমিনারে সেশন স্পিকার হিসেবে ছিলেন কণিকা আজীবন সদস্য ও ডাঃ মোঃ সাজেদ হোসাইন।’কণিকা’র’প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির।উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ নবী,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ আরশাদ আবির।
অনুষ্ঠানের প্রথম পর্বে সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে ডাঃ মোঃ সাজেদ হোসাইন শিক্ষার্থীদের মাইগ্রেন ও ডিপ্রেশন বিষয়ে বিস্তারিত ধারণা দেন যার ফলে রোগ নিয়ে শিক্ষার্থীদের ভুল ধারণা দূর হবে। শিক্ষার্থীরা তাদের নানা বিষয়ে সেশন স্পিকার এর কাছে প্রশ্ন করেন এবং সমাধান জেনে নেওয়ার চেষ্টা করেন।
অধ্যক্ষ আ.ন.ম সরোয়ার আলম বলেন,”এমন সচেতনতামূলক প্রোগ্রাম শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কণিকার কাছ থেকে এমন সেমিনার আশা রাখছি।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।‘কণিকা’সংগঠনটির পক্ষ থেকে এইদিন শিক্ষার্থীদে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।এসময় এমইএস ব্লাডব্যাংক কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
মানবিক কাজে উদ্বুদ্ধকরণ, সেবামূলক কাজের প্রসার সর্বোপরি নিজেদের শারীরিক অবস্থা নিয়ে সচেতন হতে এই সেমিনার কার্যকরী ভূমিকা রেখেছে বলে মনে করেন আয়োজক সংশ্লিষ্টরা।





















































