শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

উপদেষ্টা আসিফ কি ইশরাকের সঙ্গে যুদ্ধে নামছেন: জাহেদ উর রহমান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:১৬:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৭৩৪ বার পড়া হয়েছে

‘ইশরাকের সাথে যুদ্ধে নামছেন উপদেষ্টা আসিফ’— এ শিরোনামে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ইউটিউবে আলোচনা করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন নতুন করে আলোচনায়। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিএনপির সমর্থক ইশরাক হোসেন নগরভবন মিলনায়তন দখল করে সিটি করপোরেশনের অফিস কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন। আসিফ মাহমুদ বলেন, ‘এটি একটি ক্রিমিনাল অফেন্স, পেনাল কোডে এর প্রাধান্য রয়েছে। তিনি  সরকারি কাজে বাধা দিচ্ছেন, আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা করা প্রয়োজন।’

আসিফ আরো জানিয়েছেন, ইশরাক হোসেন বৈধ কোনো দায়িত্ব পাননি, তবুও তিনি সিটি করপোরেশন গেটে তালা দেওয়া ও কর্মচারীদের সঙ্গে সরাসরি আলাপ করেছেন। এতে সরকার ‘তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য’ বলে তিনি হুঁশিয়ারি দেন।

জাহেদ উর রহমান দাবি করেন, ইশরাকের শপথ প্রক্রিয়া আটকে রাখার সিদ্ধান্ত ‘শুধু আসিফের নয়, উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার সম্মতিতে’ নেওয়া হয়েছে।

এ ছাড়া নানা প্রশাসনিক ও দলীয় কারণে ইশরাকের দায়িত্ব দিতে সরকার আপত্তি জানিয়েছে। যদিও চট্টগ্রাম মেয়র শপথ প্রক্রিয়ায় ভিন্ন আচরণ নেওয়ায় দ্বৈত মাপকাঠি প্রয়োগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জাহেদ উর রহমানের ভাষায়, ইশরাকের সমর্থকেরা রাস্তা অবরোধ, সিটি করপোরেশন দখল ও তালাবদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকার পরও বিএনপি ধীরে ধীরে এ নিয়ে মাঠে প্রাসঙ্গিক চাপ সৃষ্টি করছে। বিএনপি রিয়েল টাইমে রিঅ্যাকশন দেখাচ্ছে, যদিও সরকার এটাকে প্রক্সি ওয়ার্ড হিসেবে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নিজস্ব ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

দুই পক্ষের সংঘর্ষের মাঝে জনদুর্ভোগ বাড়ছে, এমন অভিযোগ এনে আসিফ মাহমুদের বাস্তব পদক্ষেপের আহ্বান তুলে জাহেদ উর রহমান বলেন, ‘গ্রেপ্তার করুন, মামলা করুন। মুখে কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, বাস্তবেও তার সাক্ষ্য-প্রমাণ দিন।’

জাহেদ উর রহমানের মতে, প্রধান উপদেষ্টা ও বিএনপির বৈঠকের পরেও এই সংকট অব্যাহত থাকায় ‘ডি-এস্কালেশন’ না হয়ে ‘আক্রমণাত্মক’ মুখাপেক্ষী সৃষ্টি হয়েছে। তিনি বিএনপি ও সরকার উভয়ের আলোচনার মাধ্যমে সমাধান জরুরি বলে বক্তব্য দেন।

জাহেদ মন্তব্য করেন, ঝড়-আবহাওয়ার পর বিএনপি মাঠে তাদের অবস্থান ধারাবাহিক রাখবে। তবে পরিস্থিতি স্থিতিশীল করতে সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জোর দেন। উপদেষ্টা, বিএনপি ও সরকার—তিন পক্ষই চাপ ও সমাধান নিয়ে কিছু বলছে, তবে এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ হচ্ছে মুখোমুখি আলোচনার মাধ্যমে এই ইস্যুতে স্থিতিশীলতা আনা।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

উপদেষ্টা আসিফ কি ইশরাকের সঙ্গে যুদ্ধে নামছেন: জাহেদ উর রহমান

আপডেট সময় : ১২:১৬:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২০ জুন ২০২৫

‘ইশরাকের সাথে যুদ্ধে নামছেন উপদেষ্টা আসিফ’— এ শিরোনামে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ইউটিউবে আলোচনা করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন নতুন করে আলোচনায়। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিএনপির সমর্থক ইশরাক হোসেন নগরভবন মিলনায়তন দখল করে সিটি করপোরেশনের অফিস কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন। আসিফ মাহমুদ বলেন, ‘এটি একটি ক্রিমিনাল অফেন্স, পেনাল কোডে এর প্রাধান্য রয়েছে। তিনি  সরকারি কাজে বাধা দিচ্ছেন, আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা করা প্রয়োজন।’

আসিফ আরো জানিয়েছেন, ইশরাক হোসেন বৈধ কোনো দায়িত্ব পাননি, তবুও তিনি সিটি করপোরেশন গেটে তালা দেওয়া ও কর্মচারীদের সঙ্গে সরাসরি আলাপ করেছেন। এতে সরকার ‘তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য’ বলে তিনি হুঁশিয়ারি দেন।

জাহেদ উর রহমান দাবি করেন, ইশরাকের শপথ প্রক্রিয়া আটকে রাখার সিদ্ধান্ত ‘শুধু আসিফের নয়, উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার সম্মতিতে’ নেওয়া হয়েছে।

এ ছাড়া নানা প্রশাসনিক ও দলীয় কারণে ইশরাকের দায়িত্ব দিতে সরকার আপত্তি জানিয়েছে। যদিও চট্টগ্রাম মেয়র শপথ প্রক্রিয়ায় ভিন্ন আচরণ নেওয়ায় দ্বৈত মাপকাঠি প্রয়োগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জাহেদ উর রহমানের ভাষায়, ইশরাকের সমর্থকেরা রাস্তা অবরোধ, সিটি করপোরেশন দখল ও তালাবদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকার পরও বিএনপি ধীরে ধীরে এ নিয়ে মাঠে প্রাসঙ্গিক চাপ সৃষ্টি করছে। বিএনপি রিয়েল টাইমে রিঅ্যাকশন দেখাচ্ছে, যদিও সরকার এটাকে প্রক্সি ওয়ার্ড হিসেবে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) নিজস্ব ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন তিনি।

দুই পক্ষের সংঘর্ষের মাঝে জনদুর্ভোগ বাড়ছে, এমন অভিযোগ এনে আসিফ মাহমুদের বাস্তব পদক্ষেপের আহ্বান তুলে জাহেদ উর রহমান বলেন, ‘গ্রেপ্তার করুন, মামলা করুন। মুখে কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলেন, বাস্তবেও তার সাক্ষ্য-প্রমাণ দিন।’

জাহেদ উর রহমানের মতে, প্রধান উপদেষ্টা ও বিএনপির বৈঠকের পরেও এই সংকট অব্যাহত থাকায় ‘ডি-এস্কালেশন’ না হয়ে ‘আক্রমণাত্মক’ মুখাপেক্ষী সৃষ্টি হয়েছে। তিনি বিএনপি ও সরকার উভয়ের আলোচনার মাধ্যমে সমাধান জরুরি বলে বক্তব্য দেন।

জাহেদ মন্তব্য করেন, ঝড়-আবহাওয়ার পর বিএনপি মাঠে তাদের অবস্থান ধারাবাহিক রাখবে। তবে পরিস্থিতি স্থিতিশীল করতে সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জোর দেন। উপদেষ্টা, বিএনপি ও সরকার—তিন পক্ষই চাপ ও সমাধান নিয়ে কিছু বলছে, তবে এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ হচ্ছে মুখোমুখি আলোচনার মাধ্যমে এই ইস্যুতে স্থিতিশীলতা আনা।