যৌন হয়রানির তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৭:৩৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ৭৪২ বার পড়া হয়েছে
অভিনেত্রী অবনীত কৌর। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে অভিনয় জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে নানা সময় যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে।

হাউটার ফ্লাইয়ের সঙ্গে সাক্ষাৎকারে অবনীত বলেন, ‘আমার তখন আট বছর বয়স। নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল। আমি আমার মাকে গোটা বিষয় বলি। আমার মা আমাকে খারাপ স্পর্শ আর ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝান। আট বছর বয়সে হয়তো এটা আমার না বুঝলেও চলত, কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলিভাবে জানান। মায়ের বলা কথা শোনার পর থেকে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতাম।’

অভিনেত্রী বলেন, ‘তবে শুধু যৌন নিগ্রহ নয়, একবার মানসিক নির্যাতনও করা হয়েছিল আমাকে। তখন বয়স ১১ কি ১২, একটা ঘটনা এমন ঘটেছিল, যা আমাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। শুটিং চলাকালে আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম, তখন হঠাৎ করে মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করেন পরিচালক।’

অবনীত আরও বলেন, ‘মাইক অন করে পরিচালক বলেন, আমি কিছুই করতে পারব না। ইন্ডাস্ট্রিতে কোনো দিন সফল হতে পারব না আমি। আমাকে গালিগালাজও করা হয়েছিল সেই দিন। মা–বাবা সেটে না থাকায় আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবকিছু মা–বাবার কাছে খুলে বলেছিলাম, তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেকটাই।’

আট বছর বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন অবনীত। এরপর ‘মেরি মা’, ‘পিকু ওয়েডস শেরু’ সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

ট্যাগস :

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

যৌন হয়রানির তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

আপডেট সময় : ০৭:৩৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২২ মার্চ ২০২৫
অভিনেত্রী অবনীত কৌর। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে অভিনয় জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে নানা সময় যৌন হয়রানির মুখোমুখি হতে হয়েছে তাকে।

হাউটার ফ্লাইয়ের সঙ্গে সাক্ষাৎকারে অবনীত বলেন, ‘আমার তখন আট বছর বয়স। নাচের মহড়ায় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল। আমি আমার মাকে গোটা বিষয় বলি। আমার মা আমাকে খারাপ স্পর্শ আর ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বোঝান। আট বছর বয়সে হয়তো এটা আমার না বুঝলেও চলত, কিন্তু আমার মা আমাকে সবকিছু খোলাখুলিভাবে জানান। মায়ের বলা কথা শোনার পর থেকে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতাম।’

অভিনেত্রী বলেন, ‘তবে শুধু যৌন নিগ্রহ নয়, একবার মানসিক নির্যাতনও করা হয়েছিল আমাকে। তখন বয়স ১১ কি ১২, একটা ঘটনা এমন ঘটেছিল, যা আমাকে সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল। শুটিং চলাকালে আমি একটা জিনিস বারবার ভুল করছিলাম, তখন হঠাৎ করে মাইক অন করে আমাকে কড়া ভাষায় তিরস্কার করতে শুরু করেন পরিচালক।’

অবনীত আরও বলেন, ‘মাইক অন করে পরিচালক বলেন, আমি কিছুই করতে পারব না। ইন্ডাস্ট্রিতে কোনো দিন সফল হতে পারব না আমি। আমাকে গালিগালাজও করা হয়েছিল সেই দিন। মা–বাবা সেটে না থাকায় আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবকিছু মা–বাবার কাছে খুলে বলেছিলাম, তবে আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল অনেকটাই।’

আট বছর বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন অবনীত। এরপর ‘মেরি মা’, ‘পিকু ওয়েডস শেরু’ সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।