শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বন্ধ হিথ্রো বিমানবন্দর

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৭৬০ বার পড়া হয়েছে
একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার জেরে ঢাকা থেকে (সিলেট হয়ে) লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-০০১) মাঝপথ থেকে ফিরে আসছে।

আজ দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিমানের এই কর্মকর্তা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট হয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনে ফ্লাইট ওঠা-নামা এখনও বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া শুরু করব। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে হিথ্রো বিমানবন্দরে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্লাইট অপারেশন স্থগিত করা হয়েছে। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, ‘আমরা যাত্রীদের বিমানবন্দরে আসা থেকে বিরত রাখার চেষ্টা করছি এবং আমাদের এয়ারলাইন পার্টনারদের সঙ্গে সমন্বয় করছি যাতে বিলম্বিত, স্থানান্তরিত বা বাতিল হওয়া ফ্লাইটগুলোর পুনর্নির্ধারণ করা যায়।’

জানা গেছে, ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশালাকার আগুন আকাশ আলোকিত করে তুলেছে এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী হেইস এলাকায় অবস্থিত একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৭০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার প্যাট গোলবার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অত্যন্ত দৃশ্যমান এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের দমকলকর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য নিরলসভাবে কাজ করছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

লন্ডনে হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন, বন্ধ হিথ্রো বিমানবন্দর

আপডেট সময় : ০২:৩১:১১ অপরাহ্ণ, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দর স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনার জেরে ঢাকা থেকে (সিলেট হয়ে) লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-০০১) মাঝপথ থেকে ফিরে আসছে।

আজ দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বিমানের এই কর্মকর্তা জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট হয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনে ফ্লাইট ওঠা-নামা এখনও বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া শুরু করব। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে হিথ্রো বিমানবন্দরে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্লাইট অপারেশন স্থগিত করা হয়েছে। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, হিথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, ‘আমরা যাত্রীদের বিমানবন্দরে আসা থেকে বিরত রাখার চেষ্টা করছি এবং আমাদের এয়ারলাইন পার্টনারদের সঙ্গে সমন্বয় করছি যাতে বিলম্বিত, স্থানান্তরিত বা বাতিল হওয়া ফ্লাইটগুলোর পুনর্নির্ধারণ করা যায়।’

জানা গেছে, ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিশালাকার আগুন আকাশ আলোকিত করে তুলেছে এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, বিমানবন্দরের নিকটবর্তী হেইস এলাকায় অবস্থিত একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ৭০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

লন্ডন ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার প্যাট গোলবার্ন এক বিবৃতিতে বলেছেন, ‘এটি অত্যন্ত দৃশ্যমান এবং গুরুত্বপূর্ণ একটি ঘটনা। কঠিন পরিস্থিতির মধ্যেও আমাদের দমকলকর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য নিরলসভাবে কাজ করছে।’