সাভারে ২ দোকানে আগুন !

0
25

নিউজ ডেস্ক:

সাভারের পশ্চিম রাজাশন এলাকায় দু’টি দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিম রাজাশন এলাকার আমতলায় লাকড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লাকড়ি ও এর পাশের আসবাবপত্রের একটি দোকান পুড়ে গেছে।আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।