নিউজ ডেস্ক:
পরিবহন ধর্মঘটের কারণে সাভারে সাধারণ বাস যাত্রীদের পাশাপাশি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। শ্রমিকরা কর্মস্থলে যেতে না পেরে অনেকেই বাড়ি চলে যাচ্ছেন।
ভোর থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডগুলোতে দাঁড়িয়ে থাকলেও বাস না পেয়ে কেউ কেউ পায়ে হেঁটে রওয়া দেন। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা জানান, ভোর থেকে তারা পরিবহন ধর্মঘটের কারণে মহাসড়কে বাস পাচ্ছেন না। রিকশা ও পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে তাদের।
ভোর থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার, হেমায়েতপুর, সাভার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার নবীনগর বাইপাইলসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিকে মহাসড়কে দু’একটি বাস ও ট্রাক চলাচল করলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকরা তা আটকে দেয়।
অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকরা। দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন গাবতলীতে বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।
শ্রমিক নেতা মোশাররফ হোসেন বলেন, এ আইন প্রত্যাহার করে শ্রমিকদের জেল থেকে বের করব। আমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিলে শ্রমিকেরা গাড়ি চালাবেন।