নিউজ ডেস্ক:
ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এছাড়াও ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপির আগামী নির্বাচনে জয়ের আশা বিলীন হয়ে গেছে। এখন তারা আবোল তাবোল বকছে। এজন্য তাদের সব বক্তব্যের জবাব দেওয়ার দরকার নেই।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক উগ্রবাদ বর্তমান সময়েরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছাত্রলীগকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সকল বাধা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার শপথ নিতে হবে। প্রধানমন্ত্রীকে বিতর্কের ঊর্ধ্বে রাখেতে হলে আগে ছাত্রলীগকে বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগকে অনুপ্রবেশকারী পরগাছা মুক্ত হতে হবে। কারণ অনুপ্রবেশকারীরাই উন্নয়নে বাধার সৃষ্টি করে। ক্যাম্পাসে যেই অপরাধ করবে তাকে প্রতিহত করতে হবে। প্রয়োজনে তাকে পুলিশের হাতে দিতে হবে। কিন্তু অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ রেখে হাজার হাজার শিক্ষার্থীর জীবন নষ্ট করা যায় না।