পঞ্চগড় প্রতিনিধি: আল মাহমুদ দোলন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ একটি পুরাতন অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে পাথর উত্তোলনকালে ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলারের কাছ থেকে এটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনরত শ্রমিকদের জালে অস্ত্রটি ধরা পড়ে। এর পর বিজিবির গোয়ালগছ ক্যাম্পের টহলরত সদস্যরা অস্ত্রটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আমরা একটি পুরাতন অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। অস্ত্রটির লোহার অংশে মরিচা পড়েছে, ফলে এর কোনো লেখা স্পষ্টভাবে পড়া যাচ্ছে না। অস্ত্রটি কোন সময়ের তা নিশ্চিত করা যাচ্ছে না। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।