শিরোনাম :
Logo আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম Logo মিটফোর্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ Logo ইবিতে শাখা ছাত্রদলের সক্রিয় কর্মীর পদত্যাগ Logo কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত Logo ঢাকায় ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo নির্মম ভাবে সোহাগ হত্যার ঘটনায় ইবিতে বিক্ষোভ Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে সাংবাদিক অপু চৌধুরীকে সংবর্ধনা Logo চাঁদপুরে মসজিদে খতিবকে কুপিয়ে জখম Logo আম্মা-আব্বা আমাকে মাফ করে দিবেন; আমি আপনাদের ভালো মেয়ে হতে পারি নাই

‘দেশে আরেকটা চব্বিশ হবে বিচার-সংস্কার না হলে ’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে
বিচার হওয়ার আগে নির্বাচন চান না জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।

ছয় বছরের শহীদ জাবির ইব্রাহীমের বাবা বলেন, ‘আমাদের শহীদ পরিবার এবং আহতদের একত্রিত করায় শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ ও আহত পরিবারের সবাই আগে বিচার চাই। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। বিচার, সংস্কার না হইলে আরেকটা চব্বিশ হবে। বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আহতের সুচিকিৎসা আরও দ্রুত করা দরকার।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, ‘বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ ও কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। যেকোনো সাধারণ মানুষের বিচার দ্রুততম সময়ের মধ্যে হবে, হেনস্তার শিকার হবে না, এটাই আমরা নতুন বাংলাদেশে বলি। এত ত্যাগ শুধু এক শাসন থেকে অন্য শাসন ব্যবস্থায় যাওয়া নয়, পুরো শাসন ব্যবস্থাটাই পরিবর্তন করা।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘কিছু বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে। খুনি হাসিনাকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আমরা সবাই অলরেডি শহীদ হয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নেই। বিভিন্ন গোষ্ঠী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী যারা ফ্যাসিবাদের পক্ষে গত ১৫ বছর ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচারালয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কারের আওতায় আনতে হবে। আমরা নতুন সংবিধান, গণপরিষদ ও বিচারের দাবিতে আমরা মাঠে নামবো।’

এ সময় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা বলেন, ‘আমাদের সন্তানদের এভাবে কেন হত্যা করা হলো, এই উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন চাই না। নাহিদ, সারজিসদের জন্য আমার সন্তান রাস্তায় নেমেছে, আমি চাই তারাও আমার সন্তানের বিচারের জন্য আমাদের পাশে থাকুক। হাসিনা সবসময় বলতো সে স্বজন হারিয়েছে, এর জন্য কতজনকে ফাঁসি দিয়েছে। তাহলে সে কতজনের স্বজনকে হত্যা করেছে? তার কয়বার ফাঁসি হওয়া দরকার?’

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘সব খুনের নির্দেশদাতা খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দাবি জানাই, অতি দ্রুত তাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশে আনা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিচার করতে হবে। সরকার যে সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে পেশ করেছে, সেগুলো তারাই বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যারা বিচারের আগে নির্বাচনের কথা বলবে তাদের মুখের ওপর বলবেন যে, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না করে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা সবাই নির্বাচন চাই। কিন্তু যে খুনি হাসিনার নির্দেশে এতগুলা রক্ত গেছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে কোন মুখে তারা নির্বাচনের কথা বলে? খুনি হাসিনার বিচারের দাবি আমরা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে চাই।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আমরা সংস্কার চেয়েছি,জুলাই গণহত্যার বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি: নাহিদ ইসলাম

‘দেশে আরেকটা চব্বিশ হবে বিচার-সংস্কার না হলে ’

আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
বিচার হওয়ার আগে নির্বাচন চান না জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন।

ছয় বছরের শহীদ জাবির ইব্রাহীমের বাবা বলেন, ‘আমাদের শহীদ পরিবার এবং আহতদের একত্রিত করায় শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ ও আহত পরিবারের সবাই আগে বিচার চাই। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। বিচার, সংস্কার না হইলে আরেকটা চব্বিশ হবে। বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আহতের সুচিকিৎসা আরও দ্রুত করা দরকার।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, ‘বিগত কয়েক মাসে আপনাদের অনেকের সঙ্গে চিকিৎসা নিয়ে কাজ ও কথা হয়েছে। আপনারা কেমন বাংলাদেশ চান সেই গল্পগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। যেকোনো সাধারণ মানুষের বিচার দ্রুততম সময়ের মধ্যে হবে, হেনস্তার শিকার হবে না, এটাই আমরা নতুন বাংলাদেশে বলি। এত ত্যাগ শুধু এক শাসন থেকে অন্য শাসন ব্যবস্থায় যাওয়া নয়, পুরো শাসন ব্যবস্থাটাই পরিবর্তন করা।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘কিছু বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে হবে। খুনি হাসিনাকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আমরা সবাই অলরেডি শহীদ হয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নেই। বিভিন্ন গোষ্ঠী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী যারা ফ্যাসিবাদের পক্ষে গত ১৫ বছর ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচারালয়, আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কারের আওতায় আনতে হবে। আমরা নতুন সংবিধান, গণপরিষদ ও বিচারের দাবিতে আমরা মাঠে নামবো।’

এ সময় শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা বলেন, ‘আমাদের সন্তানদের এভাবে কেন হত্যা করা হলো, এই উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন চাই না। নাহিদ, সারজিসদের জন্য আমার সন্তান রাস্তায় নেমেছে, আমি চাই তারাও আমার সন্তানের বিচারের জন্য আমাদের পাশে থাকুক। হাসিনা সবসময় বলতো সে স্বজন হারিয়েছে, এর জন্য কতজনকে ফাঁসি দিয়েছে। তাহলে সে কতজনের স্বজনকে হত্যা করেছে? তার কয়বার ফাঁসি হওয়া দরকার?’

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘সব খুনের নির্দেশদাতা খুনি হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দাবি জানাই, অতি দ্রুত তাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশে আনা না গেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিচার করতে হবে। সরকার যে সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে পেশ করেছে, সেগুলো তারাই বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যারা বিচারের আগে নির্বাচনের কথা বলবে তাদের মুখের ওপর বলবেন যে, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বিচার না করে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা সবাই নির্বাচন চাই। কিন্তু যে খুনি হাসিনার নির্দেশে এতগুলা রক্ত গেছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে কোন মুখে তারা নির্বাচনের কথা বলে? খুনি হাসিনার বিচারের দাবি আমরা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে চাই।’