রাবির জাতিয়তাবাদী পেশাজীবি পরিষদ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাবির শহিদ সূখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, বিএনপি চেয়ারপার্সন, সাবেক মেয়র,সাবেক এমপি মিজানুর রহমান মিনু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড.এনামুল হক, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক.আব্দুল আলিম। জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

মাহফিলে প্রধান অথিতি মিজানুর রহমান মিনু বলেন,আমাদের মাতৃভূমির স্বাধীনতার সুরক্ষায় ২০ কোটি হাতকে একত্র করতে হবে। দেশের ক্রান্তিকালীন সময়ে জাতির নেতৃত্ব দিচ্ছেন তারেক
রহমান৷যিনি দক্ষ নেতা ও ঠান্ডা মাথার মানুষ। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। রাবি প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন, জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদ, রিয়া গোপ ও মুক্তিযুদ্ধে অবদান রাখা উত্তরবঙ্গের কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামে কোনো ভবন বা হলের নামকরণ করার জন্য।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদীন ধরে ফ্যাসিস্ট এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। এতদিন আমরা ভাবতাম আমাদের শুধুমাত্র একটি প্রতিপক্ষ যা আওয়ামীলীগ, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময় এসে আমরা আর আমাদের প্রতিপক্ষকে চিহ্নিত করতে পারছি না। কাজেই এই অবস্থায়, আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে শান্তিপূর্ণ অবস্থায় দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাওয়ার।

এসময় বিএনপি নেতৃ বেগম জিয়া এবং দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির জাতিয়তাবাদী পেশাজীবি পরিষদ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাবির শহিদ সূখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, বিএনপি চেয়ারপার্সন, সাবেক মেয়র,সাবেক এমপি মিজানুর রহমান মিনু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড.এনামুল হক, রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক.আব্দুল আলিম। জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম।

মাহফিলে প্রধান অথিতি মিজানুর রহমান মিনু বলেন,আমাদের মাতৃভূমির স্বাধীনতার সুরক্ষায় ২০ কোটি হাতকে একত্র করতে হবে। দেশের ক্রান্তিকালীন সময়ে জাতির নেতৃত্ব দিচ্ছেন তারেক
রহমান৷যিনি দক্ষ নেতা ও ঠান্ডা মাথার মানুষ। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। রাবি প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যেন, জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদ, রিয়া গোপ ও মুক্তিযুদ্ধে অবদান রাখা উত্তরবঙ্গের কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর নামে কোনো ভবন বা হলের নামকরণ করার জন্য।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মো. রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদীন ধরে ফ্যাসিস্ট এর বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। এতদিন আমরা ভাবতাম আমাদের শুধুমাত্র একটি প্রতিপক্ষ যা আওয়ামীলীগ, কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময় এসে আমরা আর আমাদের প্রতিপক্ষকে চিহ্নিত করতে পারছি না। কাজেই এই অবস্থায়, আমাদের সকলের কাছে অনুরোধ থাকবে শান্তিপূর্ণ অবস্থায় দেশের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যাওয়ার।

এসময় বিএনপি নেতৃ বেগম জিয়া এবং দলের অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।