চাঁদপুরের কচুয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে সচেতন নাগরিক সমাজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে কচুয়া পৌরসভার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম. সাইফুল মিজান, সাংবাদিক নওসের আলম নসু, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. শাহএমরান খান ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল সামাজিক যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক সাইম, ব্যাবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সারাদেশে নারীদের ধর্ষন, নিপীড়ন দিনদিন বেড়েই চলছে। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়ন বন্ধের দাবি জানান এবং ধর্ষনকারীদের শাস্তির দাবি জানান তারা।
ছবি: কচুয়ায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনের একাংশ।