শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের নতুন উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন। গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

কানাডার এই অর্থায়ন ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে, যার মধ্যে লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাসের কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

নার্সিং খাতে নারীদের ক্ষমতায়নে তিন বছরে ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার পার্লামেন্ট সদস্য পারম বেইন্স ও বাংলাদেশি কমিউনিটির নেতারা। এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বে জাতীয় নির্বাচনের ডাক দিতে পারে। ফেডারেল সরকারের অনুমান অনুযায়ী, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস কানাডায়।

কানাডার সরকার আশা করছে, এই উন্নয়ন সহায়তা দীর্ঘমেয়াদে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

আপডেট সময় : ০২:৪৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১০ মার্চ ২০২৫
বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের নতুন উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন। গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

কানাডার এই অর্থায়ন ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে, যার মধ্যে লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাসের কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

নার্সিং খাতে নারীদের ক্ষমতায়নে তিন বছরে ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার পার্লামেন্ট সদস্য পারম বেইন্স ও বাংলাদেশি কমিউনিটির নেতারা। এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বে জাতীয় নির্বাচনের ডাক দিতে পারে। ফেডারেল সরকারের অনুমান অনুযায়ী, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস কানাডায়।

কানাডার সরকার আশা করছে, এই উন্নয়ন সহায়তা দীর্ঘমেয়াদে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনবে।