মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের নতুন উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন। গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

কানাডার এই অর্থায়ন ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে, যার মধ্যে লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাসের কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

নার্সিং খাতে নারীদের ক্ষমতায়নে তিন বছরে ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার পার্লামেন্ট সদস্য পারম বেইন্স ও বাংলাদেশি কমিউনিটির নেতারা। এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বে জাতীয় নির্বাচনের ডাক দিতে পারে। ফেডারেল সরকারের অনুমান অনুযায়ী, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস কানাডায়।

কানাডার সরকার আশা করছে, এই উন্নয়ন সহায়তা দীর্ঘমেয়াদে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭ কোটি ডলার সহায়তার ঘোষণা কানাডার

আপডেট সময় : ০২:৪৫:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১০ মার্চ ২০২৫
বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের নতুন উন্নয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। রোববার (৯ মার্চ) কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দেন। গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, বাংলাদেশ ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়ভাবে শক্তিশালী করছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদান করে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

কানাডার এই অর্থায়ন ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে, যার মধ্যে লিঙ্গ সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাসের কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

নার্সিং খাতে নারীদের ক্ষমতায়নে তিন বছরে ৬ দশমিক ৩ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে, যা কোওয়াটার ইন্টারন্যাশনালের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

ভ্যানকুভারে অনুষ্ঠিত ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার পার্লামেন্ট সদস্য পারম বেইন্স ও বাংলাদেশি কমিউনিটির নেতারা। এই ঘোষণাটি এমন এক সময়ে এল, যখন লিবারেল সরকার বসন্তকালে নতুন নেতৃত্বে জাতীয় নির্বাচনের ডাক দিতে পারে। ফেডারেল সরকারের অনুমান অনুযায়ী, বর্তমানে লক্ষাধিক বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর বাস কানাডায়।

কানাডার সরকার আশা করছে, এই উন্নয়ন সহায়তা দীর্ঘমেয়াদে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনবে।