গুলিবিদ্ধ অবস্থায় হলিউড অভিনেত্রী পামেলা বাখের মরদেহ উদ্ধার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

জনপ্রিয় হলিউড অভিনেত্রী পামেলা বাখের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) হলিউড হিলের বাসভবন থেকে ৬২ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।

হ্যাসেলহফ বলেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ অবস্থায় হলিউড অভিনেত্রী পামেলা বাখের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৯:১৮ অপরাহ্ণ, শনিবার, ৮ মার্চ ২০২৫

জনপ্রিয় হলিউড অভিনেত্রী পামেলা বাখের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) হলিউড হিলের বাসভবন থেকে ৬২ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।

হ্যাসেলহফ বলেন, শোকের এই সময় পাড়ি দেওয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।