শিরোনাম :
Logo জবিতে ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে বিক্ষোভ ও মাশাল মিছিল Logo ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দন্ড কার্যকরের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল Logo কয়রায় ৩০ কেজি পারসে মাছের পোনা জব্দ Logo লন্ডনের বিগ বেনে উঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন তিনি, ১৬ ঘণ্টা পর গ্রেপ্তার Logo বাংলাদেশ থেকে আরও ৪২ মে.টন আলু গেল নেপালে Logo কচুয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল Logo পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে Logo ধর্ষকক যে দলের হোক শাস্তি মৃত্যুদন্ড দাবিতে বেরোবিতে মানববন্ধন Logo চুয়াডাঙ্গায় বিএনপি নেতা রফিককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ Logo খুবির প্রধান ফটক ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ উদ্বোধন

অস্কারজয়ী অভিনেতার মৃত্যুর কারণ জানা গেল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪৭:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
অবশেষে জানা গেল অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ। শুক্রবার দু’জনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ।

তাতে বলা হয়েছে, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়। কীভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান এবং জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় একটি আবাসনের কটেজে নিজ বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। সাথে ছিল তাদের পোষা কুকুরও কিন্তু মৃত। তাদের মৃত্যুর কারণ উদঘাটন নিয়ে এতদিন একটা রহস্য তৈরি হয়েছিল।

সেদিন শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়া-র। জিনের বয়স হয়েছিল ৯৫, বেটসির ৬৩।

প্রসঙ্গত, জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা। প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) ও ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে শোক বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জবিতে ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে বিক্ষোভ ও মাশাল মিছিল

অস্কারজয়ী অভিনেতার মৃত্যুর কারণ জানা গেল

আপডেট সময় : ১২:৪৭:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
অবশেষে জানা গেল অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ। শুক্রবার দু’জনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ।

তাতে বলা হয়েছে, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়। কীভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান এবং জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় একটি আবাসনের কটেজে নিজ বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। সাথে ছিল তাদের পোষা কুকুরও কিন্তু মৃত। তাদের মৃত্যুর কারণ উদঘাটন নিয়ে এতদিন একটা রহস্য তৈরি হয়েছিল।

সেদিন শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়া-র। জিনের বয়স হয়েছিল ৯৫, বেটসির ৬৩।

প্রসঙ্গত, জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা। প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) ও ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে শোক বিরাজ করছে।