মঙ্গলবার | ২০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া Logo এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা Logo খুবিতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম প্রত্যক্ষ করলেন উপ-উপাচার্য Logo আজ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী Logo জিয়াউর রহমান : এক সত্যিকারের দেশপ্রেমিক ও জাতি গঠনের কারিগর Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা

অস্কারজয়ী অভিনেতার মৃত্যুর কারণ জানা গেল

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৪৭:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৭৯২ বার পড়া হয়েছে
অবশেষে জানা গেল অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ। শুক্রবার দু’জনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ।

তাতে বলা হয়েছে, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়। কীভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান এবং জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় একটি আবাসনের কটেজে নিজ বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। সাথে ছিল তাদের পোষা কুকুরও কিন্তু মৃত। তাদের মৃত্যুর কারণ উদঘাটন নিয়ে এতদিন একটা রহস্য তৈরি হয়েছিল।

সেদিন শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়া-র। জিনের বয়স হয়েছিল ৯৫, বেটসির ৬৩।

প্রসঙ্গত, জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা। প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) ও ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে শোক বিরাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহিদ জিয়ার জন্মবার্ষিকীতে খুবি এনটিএ ও ইউট্যাবের দোয়া

অস্কারজয়ী অভিনেতার মৃত্যুর কারণ জানা গেল

আপডেট সময় : ১২:৪৭:২২ অপরাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
অবশেষে জানা গেল অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যান ও তাঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার মৃত্যুর কারণ। শুক্রবার দু’জনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ।

তাতে বলা হয়েছে, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়। কীভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান এবং জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় একটি আবাসনের কটেজে নিজ বাড়িতে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুজনের নিথর দেহ উদ্ধার করা হয়। সাথে ছিল তাদের পোষা কুকুরও কিন্তু মৃত। তাদের মৃত্যুর কারণ উদঘাটন নিয়ে এতদিন একটা রহস্য তৈরি হয়েছিল।

সেদিন শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়া-র। জিনের বয়স হয়েছিল ৯৫, বেটসির ৬৩।

প্রসঙ্গত, জিন হ্যাকম্যান ছিলেন হলিউডের এক কিংবদন্তি অভিনেতা। প্রায় চার দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) ও ‘আনফরগিভেন’ (১৯৯২) সিনেমার জন্য দুইবার অস্কার জয় করেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে শোক বিরাজ করছে।