নোয়াখালী থেকে আবদুল বাসেদঃ
আজ বুধবার নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই ¯েøাগানে আন্তর্জাতিক অধিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ বুধবার নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার এই ¯েøাগানে আন্তর্জাতিক অধিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈল ও নোয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা, ছাত্র প্রতিনিধি হিসেবে আরিফুল ইসলাম, ব্র্যাক মাগ্রেশন প্রোগ্রামের মোঃ ইমাম উদ্দিন, এম.আর.এস.সি. কো-অডিনেটর, আনিসুর রহমান, ডিস্ট্রিক কো-অডিনেটর, হাসান মুসান্নাহ্ সচিব, সেক্টর স্পেশালিষ্ট মেহেদী হাসান আরিফ, সাইকো সোশ্যাল কাউন্সিলর, মোঃ ফজলুল হক রুবেল, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মজিবুর রহমান, ফিল্ড অর্গানাজার এবং ব্র্যাক প্রবাস বন্ধু ফোরামের নোয়াখালী সদর উপজেলার সভাপতি মোঃ তারেক হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য মাহমুবুর রহমান, মোঃ সবুজ ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী রেমিটেন্স যুদ্ধার পক্ষে ফয়েজ আহম্মেদ জেলা প্রশাসকের হাত থেকে ক্রেষ্ট গ্রহণ করেন।