নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু হয়েছে। উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সড়কে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালক মোকসেদুল আলমের (৩০) বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়ি গ্রামে।
বঙ্গবন্ধু (পূর্ব) থানার ওসি মো. আছাবুর রহমান জানান, শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গমুখী একটি বাস ও ঢাকামুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মোকসেদ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় বাসের পাঁচ যাত্রী ও পিকআপের সহকারী আহত হলে তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাস ও পিকআপ জব্দ করলে বাসচালককে আটক করতে পারেনি। বাসচালক পালিয়ে গেছে বলে জানান ওসি আছাবুর রহমান।